Advertisement
Advertisement
বউবাজারে মমতা

বউবাজারে গিয়ে মেট্রোর বিরুদ্ধে সুর নরম, ক্ষতিগ্রস্তদের সঙ্গেও কথা মমতার

বিপদের দিনে দল নির্বিশেষে কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Chief Minister of West Bengal Mamata Banerjee visits Bow Bazar

ফাইল ছবি

Published by: Bishakha Pal
  • Posted:September 2, 2019 6:25 pm
  • Updated:September 2, 2019 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট্রোর টানেল খোঁড়ার কাজের জেরে বউবাজারে ভেঙে পড়া বাড়িগুলি দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ৩৭৫ জনকে স্থানান্তরিত করা হয়েছে। সরেজমিনে সবটা খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামিকাল বেলা ৩টের সময় এনিয়ে নবান্নে মেট্রো কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তার আগে কোনও পক্ষকেই দোষারোপ করতে চান না তিনি। কার্যত এদিন বউবাজার নিয়ে মেট্রোর বিরুদ্ধে সুর নরম করলেন মুখ্যমন্ত্রী।

সোমবার বিকেল পাঁচটা নাগাদ বউবাজার যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা প্রিটোরিয়া স্ট্রিট, স্যাঁকরা পাড়া, হিদারাম ব্যানার্জি লেন ঘুরে দেখেন তিনি। ভেঙে পড়া বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। কী কী সতর্কতা নেওয়া যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়। আজ দুপুরে ঘটনাস্থলে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা। কারণ, তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিলেও নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রই রয়ে গিয়েছে ভেঙে পড়া বাড়ির মধ্যে। কিছুই তারা বের করে আনতে পারেননি। এছাড়া এই গলিগুলিতে স্বর্ণকারদের কারখানা। এই সব ঘটনায় গত কয়েকদিন কাজ বন্ধ রয়েছে। ফলে ক্ষতি হচ্ছে ব্যবসায়। এসব কথাও স্থানীয়রা মুখ্যমন্ত্রীকে জানান।

Advertisement

[ আরও পড়ুন: ফেসবুকে বিকৃত ছবি পোস্ট, পুলিশের দ্বারস্থ নৃত্যশিল্পী ]

মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ঘটনাস্থলে যান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও পুলিশ কমিশনার অনুজ শর্মা। ঘটনাস্থল পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী বলেন, “একটা কাজ ঠিক সময়ে হয়েছে। ঠিক সময়ে মানুষকে সরিয়ে নেওয়া গিয়েছে। তাই অনেকে রক্ষা পেয়েছেন।” এলাকার মানুষজনকে স্থানান্তরিত করা নিয়েও কথা বলেন তিনি। জানান, মঙ্গলবার বিকেল ৩টেয় মেট্রো কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার পুলিশ কমিশনার, কলকাতার মেয়র, পরিবহন সচিব ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্তারা। সেখানে বউবাজারের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া বৈঠকে স্থানীয় সাংসদ ও বিধায়ককেও ডাকা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, বিপর্যয় একটা হয়েছে। তবে এর জন্য সমস্ত দোষ মেট্রো কর্তৃপক্ষের ঘাড়ে চাপিয়ে দিতে নারাজ তিনি। বলেন, আগামিকাল বৈঠকের পরই তিনি সমস্ত কিছু বিস্তারিত জানাতে পারবেন। এর মধ্যে রাজনীতি টেনে না আনারও আবেদন করেন মুখ্যমন্ত্রী। বিপদের দিনে দল নির্বিশেষে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।

[ আরও পড়ুন: ‘অশান্তির দায় অর্জুন সিংয়ের’, বারাকপুরের রাজনৈতিক সংঘর্ষে সাংসদকে কাঠগড়ায় তুলল পুলিশ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement