Advertisement
Advertisement

রথযাত্রা মামলার শুনানি হবে না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে

শুক্রবার বসছে না প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ।

Chief Justice will not hear Rathajatra case
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 7, 2018 9:51 am
  • Updated:December 7, 2018 9:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা হাই কোর্টে রথযাত্রা মামলায় নয়া মোড়। শুক্রবার বসছে না প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ। রথযাত্রার অনুমতি চেয়ে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে হবে বিজেপিকে। যদি শেষপর্যন্ত মামলা দায়ের হয়, সেক্ষেত্রে শুক্রবারই শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

[ বিজেপির রথযাত্রার অনুমতি দিল না হাই কোর্ট]

Advertisement

এ রাজ্যে বিজেপির রথযাত্রার প্রস্তুতি শেষ পর্যায়ে। এখনও পর্যন্ত যা খবর, পূর্ব নির্ধারিত সূচি মেনে শুক্রবার কোচবিহারে জনসভাও করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু, রথ বেরোবে কি? অনিশ্চয়তা আরও বাড়ল। প্রশাসনের অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি-র রাজ্য নেতৃত্ব। কিন্তু অনুমতি তো মেলেইনি, উলটে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত রথযাত্রার উপর স্থগিতাদেশ জারি করে দিয়েছে হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ। হাই কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, এত অল্প সময়ে রাজ্য জুড়ে রথযাত্রার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয়। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার রায় ঘোষণার পর, হাই কোর্টের প্রধান বিচারপতির চেম্বারে গিয়ে ডিভিশন বেঞ্চে মামলার দ্রুত শুনানির আরজিও জানান গেরুয়া শিবিরের নেতারা। কিন্তু, প্রথামাফিক শুক্রবার বিজেপি নেতাদের ডিভিশন বেঞ্চে আবেদন করার পরামর্শ দেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। তাঁর ডিভিশন বেঞ্চেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার বিশেষ কারণে হাই কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসছে না বলে খবর।

[ ‘সভা হবেই, রথযাত্রা স্থগিত নয়’, কর্মসূচিতে অনড় দিলীপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement