Advertisement
Advertisement
Chief Justice of Calcutta HC slams Suvendu Adhikari

Suvendu Adhikari: ‘হয় মামলা প্রত্যাহার করুন, না হলে খারিজ করব’, হাই কোর্টে ভর্ৎসিত শুভেন্দু

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখে শুভেন্দু।

Chief Justice of Calcutta HC slams Suvendu Adhikari । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 28, 2023 4:24 pm
  • Updated:August 28, 2023 9:52 pm  

গোবিন্দ রায়: বারবার নানা অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশিরভাগ ক্ষেত্রে তাঁর পক্ষেই রায় দিয়েছেন বিচারপতি। তবে সোমবার প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখে শুভেন্দু। তিনি বলেন, “হয় মামলা প্রত্যাহার করুন, না হলে খারিজ করে দেওয়া হবে।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে বিরোধী দলনেতা কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন। তাতেই বিরক্ত হন প্রধান বিচারপতি। ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘‘সংবাদপত্র পড়েই কি এই মামলা দায়ের করা হয়েছে? আমি আজকাল অনেক ঘটনায় দেখেছি, সকালে সংবাদপত্র পড়ে মামলা দায়ের হয়ে গেল। তার পরই দ্রুত শুনানির আর্জি জানানো হচ্ছে। কেন এমন হবে?’’ এরপরেই বিচারপতির সংযোজন, ‘‘আমিও তো সংবাদপত্র পড়েই জানতে পেরেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে পুলিশ পদক্ষেপ করছে।’’

Advertisement

[আরও পড়ুন: বালি, পাথর পাচারের টাকা আত্মসাৎ! বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ, ধুন্ধুমার বীরভূমে]

প্রধান বিচারপতি এরপর শুভেন্দুর আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘মামলকারী কি এই ধরনের ঘটনার গুরুত্ব বুঝতে পারছেন? মামলা প্রত্যাহার করে নিন, না হলে খারিজ করে দেব।’’ অবশেষে মামলা প্রত্যাহার করে নেন বিরোধী দলনেতা। সেকথা আদালতে জানান শুভেন্দুর আইনজীবী।

[আরও পড়ুন: ঘেরাও উপাচার্য, ফের পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত যাদবপুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement