Advertisement
Advertisement

Breaking News

Chhat Puja

Chhat Puja: ‘দিল্লি তো দেয় না’, ছটপুজোয় ২ দিনের ছুটি ঘোষণা করে কেন্দ্রকে খোঁচা মমতার

ছটপুজোর পর সমস্ত ঘাট পরিষ্কার করে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

Chhat Puja: CM Mamata Banerjee announces 2 days holidays on this occasion | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 19, 2023 4:28 pm
  • Updated:November 19, 2023 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছটপুজোর অনুষ্ঠানেও কেন্দ্রবিরোধী সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রবিবার দুপুরে কলকাতার একাধিক ঘাটে ছটপুজোর (Chhat Puja) অনুষ্ঠানে যোগ দেন তিনি। তক্তাঘাট থেকে দইঘাট, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ পুরসভার একাধিক নেতা। সেখান থেকেই ছটপুজো উপলক্ষে রাজ্যে ২ দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে কেন্দ্রের উদ্দেশে কটাক্ষ, ”দিল্লি তো ছুটিই দেয় না। আমরা দিই। সব উৎসবে ছুটি দিই। ছটপুজোতেও ২ দিন ছুটি থাকবে রাজ্যে। সবাই যাতে ভালোভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন, তার জন্য।”

রবিবার দুপুরে প্রথমে মুখ্যমন্ত্রী যান তক্তাঘাটে। সেখানে উপস্থিত সকলকে ছটপুজোর শুভেচ্ছা জানান। তিনিও যে ছটপুজো অর্থাৎ সূর্যে উপাসনা করেন, সেকথা উল্লেখ করেন। গঙ্গার পবিত্রতার কথা বলে আবেদন জানান, ছটপুজোয় যাতে সেই পবিত্রতা রক্ষা করা হয়। বলেন, ”বাংলায় আমরা সমস্ত উৎসবে ছুটি (Holiday) দিই। ছটপুজোতেও ২ দিন ছুটি। আপনারা জানেন, দিল্লি কিছুতে ছুটি দেয় না। কিন্তু আমরা দিই। ইদ, ছটপুজো সবেতে দিই।”

Advertisement

[আরও পড়ুন: শিয়রে বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলন, শহর থেকে প‌্যান্ডেলের বাঁশ খোলার ডেডলাইন দিল পুরসভা]

এর পর তিনি চলে যান বাবুঘাট লাগোয়া দইঘাটে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ”অনেকে বলে, আমি কেন ছটপুজোতেও আসি। আমি আসব। কারণ, ছটপুজো যাঁদের উৎসব, সেই বিহারি ভাই-বোনেরা আমাদেরই ভাই-বোন। তাঁরা অনেকে বাংলায় থাকেন। সকলেই আমাদের। আর আমি নিজেও সূর্যের উপাসক। রোজ মন্ত্র পড়ে সূর্য প্রণাম জানাই। তাই এই উৎসব আমারও উৎসব।”

[আরও পড়ুন: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার এক পরিবারের ৪ জনের দেহ! তীব্র চাঞ্চল্য খড়দহে]

ওয়াকিবহাল মহলের মত, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি বারবার যেভাবে ‘সংখ্যালঘু তোষণ’ অস্ত্র শানাচ্ছে, তাতে তাদেরই বার্তা দিলেন মমতা। পাশাপাশি ছটপুজোর পর শহরের সমস্ত ঘাট পরিষ্কার করার বিষয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, উৎসব শেষের পর সমস্ত ঘাট পরিষ্কার করে দিতে হবে, পুলিশকেও কাজ করতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement