Advertisement
Advertisement
Cheetah politics

‘কোহিনূর ফিরিয়ে দেখান, বুঝে যাব ৫৬ ইঞ্চি’, জন্মদিনে মোদিকে খোঁচা তৃণমূলের

ইউপিএ সরকারের আমলেই চিতা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল, দাবি কংগ্রেসের।

Cheetah politics: TMC and Congress attacks PM Modi | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 17, 2022 6:34 pm
  • Updated:September 17, 2022 8:28 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বন্যপ্রাণ নিয়ে রাজনীতি! একযোগে বিরোধীদের আক্রমণের মুখে বিজেপি। তৃণমূল বলছে, প্রধানমন্ত্রীর জন্মদিনে বিদেশ থেকে চিতা না আনিয়ে পারলে কোহিনূর এনে দেখাতে পারতেন। আর কংগ্রেস (Congress) বলছে, দেশে চিতা ফেরানোর চেষ্টা করেছিল আগের কংগ্রেস সরকারই।

Cheetah politics: TMC and BJP attacks PM Modi

Advertisement

আসলে মোদির হাত ধরেই প্রায় ৭ দশক বাদে দেশে ফিরেছে চিতা। নিজের জন্মদিনে গোটা আষ্টেক চিতা নামিবিয়া থেকে আমদানি করে গোয়ালিয়রের জঙ্গলে ছেড়েছেন প্রধানমন্ত্রী। ১৯৫২ সালে চিতাকে বিলুপ্ত (Extinct) বলে ঘোষণা করেছিল তৎকালীন কেন্দ্র সরকার। এদিন মোদি সেই চিতা দেশে ফিরিয়ে সুচতুর ভঙ্গিতে আগের কংগ্রেস সরকারগুলিকে কটাক্ষও করেছেন। চিতাগুলিকে জঙ্গলে ছেড়ে মোদি এদিন বলেন, “দুর্ভাগ্য এই যে এদের পুনর্বাসনের জন্য কেউ কোনও চেষ্টা করেনি। এবছর স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে চিতাদের ফিরিয়ে নতুন শক্তি প্রদর্শন করল ভারত।”

[আরও পড়ুন: জামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরেই ‘নো এন্ট্রি’ দিল্লি দাঙ্গায় অভিযুক্ত সফুরা জারগারকে]

যদিও প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে নিছকই বন্যপ্রাণ নিয়ে রাজনীতি করার অপচেষ্টা হিসাবে দেখছে বিরোধী শিবির। তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, ‘দেশের যে আসল সমস্যা, মূল্য বৃদ্ধির সমস্যা, সেসব নিয়ে আলোচনা করছে না বিজেপি। ৮ কোটি চাকরি ২ বছরে দেবেন বলেছিলেন। উলটে ১৬ কোটি চাকরি গেছে। বাইরে থেকে এখন তিনি চিতার ছানা আনছেন। এটা হাস্যকর। ছেলেমানুষী। নজর ঘোরাতে এসব করা হচ্ছে। এর বদলে পেট্রল-ডিজেলের দাম কমাতে পারতেন। যদি আজ চিতার জায়গায় সকলের সামনে কোহিনুর ফিরিয়ে আনতেন, তাহলে বুঝতাম ৫৬ ইঞ্চি।’ বস্তুত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর কোহিনূর ভারতে ফিরিয়ে আনার দাবি জোরাল হচ্ছে নেটমাধ্যমে। কেন্দ্র অবশ্য এসব নিয়ে উচ্চবাচ্চ করেনি। সেই প্রসঙ্গ তুলেই বিজেপিকে খোঁচা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

[আরও পড়ুন: বিজেপির দেখানো পথে তৃণমূল বিরোধিতা! পলিটব্যুরোর বৈঠকে ধমক খেলেন বঙ্গ সিপিএম নেতারা]

কংগ্রেসও নিজেদের মতো করে মাঠে নেমেছে। কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ দাবি করেছেন, কংগ্রেস সরকারের আমলেই ২০১০ সালে কেপটাউন সফরের সময় তিনি নিজে দেশে চিতা ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু মোদি (Narendra Modi) সেটা নিজের বক্তব্যে বেমালুম এড়িয়ে গিয়েছেন। আসলে এই সরকার প্রশাসনের ধারাবাহিকতায় বিশ্বাসই করে না। আরেক কংগ্রেস নেতা পবন খেরা আবার বলছেন,”আসলে আমাদের সিংহ (পড়ুন রাহুল গান্ধী) ভারত জোড়ো যাত্রায় বেরিয়েছেন। তাই মোদি ভয়ে বিদেশে থেকে চিতা আনাচ্ছেন।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement