Advertisement
Advertisement
কুকুর

কুকুরের ভয়, বেড়াতে এসে আতঙ্কে ছাদ থেকে ঝাঁপ খুদের

আশ্চর্যজনকভাবে এতটুকুও চোট পায়নি বছর নয়েকের ওই খুদে৷

Chased by pet dog, 9-year-old boy jumps off terrace
Published by: Sayani Sen
  • Posted:August 3, 2019 3:25 pm
  • Updated:August 3, 2019 3:25 pm

অরিজিৎ গুপ্ত, হাওড়া: কুকুরের কামড়ের ভয়ে চারতলার ছাদ থেকে মরণঝাঁপ শিশুর৷ তবে আশ্চর্যজনকভাবে এতটুকুও চোট পায়নি বছর নয়েকের ওই খুদে৷ তবে ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে তার৷ হাওড়ার শালিমারের এই ঘটনায় প্রায় অবাক হয়ে গিয়েছেন সকলেই৷ চারতলা থেকে পড়েও শিশুর বেঁচে যাওয়ার ঘটনায় অনেকেই বলছেন, রাখে হরি তো মারে কে?

[আরও পড়ুন: মায়ের চালচিত্র সাজবে দৃষ্টিহীনদের সৃষ্টিতে, অভিনব উদ্যোগ জয়রামপুর সর্বজনীনের]

বছর নয়েকের অক্ষয় দত্ত বাবা এবং মায়ের সঙ্গে অসমে থাকে৷ তার বাবা কর্মসূত্রে ওই রাজ্যের বাসিন্দা৷ তবে এরাজ্যে বহু আত্মীয় রয়েছে তাদের৷ তাই পরীক্ষা মিটে যাওয়ার পর মা ভবানী দত্তের সঙ্গে হাওড়ায় এসেছিল ছোট্ট অক্ষয়৷

Advertisement

শুক্রবার সকালে শিবপুরের শালিমারের ২৩ নম্বর রাজকুমার গাঙ্গুলি লেনে পদম গুপ্তা নামে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন তাঁরা৷ তাঁদের বাড়িতে থাকা সারমেয়র সঙ্গে বেশ বন্ধুত্বও হয়ে গিয়েছিল খুদের৷ প্রায় দিনভর খেলাধুলাও করে দু’জনে৷ রাতে চারতলা ফ্ল্যাটের ছাদে খেলা করছিল শিশুটি৷ আচমকাই কুকুরটি রেগে যায়৷ চিৎকার করতে করতে শিশুর দিকে ধেয়ে আসে সে৷

[আরও পড়ুন: রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া রামগড়ে, ছেলের দেহ আগলে বসে থাকলেন মা]

এই পরিস্থিতিতে কী করবে বুঝতে পারেনি ওই শিশুটি৷ ওই ছাদের পাঁচিল পেরিয়ে পাশের ছাদে চলে যাওয়ার চেষ্টা করে সে৷ আগুপিছু না ভেবেই তাই ঝাঁপ দেয় শিশুটি৷ কিন্তু ছাদের আশেপাশে থাকা কেবলের তারে জড়িয়ে যায় খুদে৷ সোজা নিচে পড়ে যায় সে৷ প্রচণ্ড শব্দ পেয়ে ঘটনাস্থলে পাড়া-প্রতিবেশীরা জড়ো হয়ে যায়৷ পরিজনেরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ তবে অত উঁচু থেকে পড়েও কিছুই হয়নি শিশুটির৷

[আরও পড়ুন: বাংলা মাধ্যমে পড়াশোনা করা নিয়ে হীনমন্যতা? অবসাদে আত্মঘাতী সেন্ট জেভিয়ার্সের পড়ুয়া]

পরিজনদের দাবি, সুস্থ রয়েছে খুদে৷ শারীরিকভাবে তার কোনও সমস্যাই চোখে পড়েনি চিকিৎসকদের কিংবা আত্মীয়দের৷কিন্তু একরাশ আতঙ্ক ঘিরে ধরেছে তাকে৷ঘুমিয়েই অধিকাংশ সময় কাটাচ্ছে খুদে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement