Advertisement
Advertisement

দগ্ধ বৃদ্ধা পড়ে রইলেন উদ্যানে, দর্শক প্রতিবেশী

মানবিকতা কোথায় এই শহরের?

Charred woman lies unattended at Jadavpur, dies
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 17, 2017 7:25 am
  • Updated:February 17, 2017 9:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অমানবিক শহর কলকাতা৷ চোখের সামনে দগ্ধ অবস্থায় পড়ে রইলেন সত্তরোর্ধ বৃদ্ধা৷ ১০০ ডায়াল করে পুলিশের অপেক্ষায় দর্শক হয়ে দাঁড়িয়ে থাকল প্রতিবেশীরা৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে যাদবপুর থানার বিজয়গড় এলাকার নেতাজি শিশু উদ্যানে৷

ভাঙড়ে উসকানি দিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি তৃণমূলের

Advertisement

মৃত মহিলার নাম কল্পনা বর্ধন (৭২)৷ ১/৭৯এ, বিজয়গড়ের বাসিন্দা তিনি৷ জানা গিয়েছে বয়স বাড়ার ফলে নানা অসুখে ভুগতেন মহিলা৷ স্বামী জীবন বর্ধনও আগেই প্রয়াত হয়েছেন৷ এই সমস্ত কারণের জন্যই মানসিক অবসাদে ভুগতেন তিনি৷ সেই জন্যই নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে বৃদ্ধা আত্মহত্যার চেষ্টা করেন বলে অনুমান পুলিশের৷

Old-woman

বাবা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার

সকালে জ্বলন্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্যানে পড়ে থাকতে দেখেন আশেপাশের বাসিন্দারা৷ দগ্ধ বৃদ্ধাকে দেখেও সাহায্যের জন্য এগিয়ে আসেননি কেউ৷ শুধু ১০০ ডায়াল করে পুলিশে খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে পৌঁছে কল্পনাদেবীকে উদ্ধার করে এম আর বাঙুর হাসাপাতালে নিয়ে যায় যাদবপুর থানার পুলিশ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি৷ তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷

পাকিস্তানের মসজিদে আত্মঘাতী জঙ্গি হামলা, বাড়ছে মৃতের সংখ্যা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement