Advertisement
Advertisement

Breaking News

পোস্তা উড়ালপুল-কাণ্ডে চার্জশিট পেশ

অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে এই চার্জশিটে৷

charge sheet Submitted on posta flyover collapse issue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 28, 2016 5:45 pm
  • Updated:June 28, 2016 6:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোস্তা উড়ালপুল-কাণ্ডে মঙ্গলবার চার্জশিট জমা দিল লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা৷ ঘটনায় অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে এই চার্জশিটে৷ পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে বলেও জানানো হয়েছে৷

প্রসঙ্গত গত ৩১ মার্চ পোস্তায় ঘটে এই ঘটনা৷ নির্মীয়মাণ উড়ালপুল ভেঙে মৃত্যু হয় ২৬ জনের৷ নিম্নমানের উপাদানসামগ্রী দিয়ে উড়ালপুল তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে৷ এর ভিত্তিতেই বরাত পাওয়া সংস্থার ইঞ্জিনিয়ার ও পদস্থ কর্তা-সহ মোট ১০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হল৷ সেখানে কাউকেই পলাতক বলে দেখানো হয়নি৷ অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার ধারাতেই ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়েছে প্রায় ২৬০০ পাতার চার্জশিট৷ এছাড়া যেসব উপাদান দিয়ে উড়ালপুলটি তৈরি করা হচ্ছিল তা পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে৷ সেগুলির রিপোর্ট পেলেই বোঝা যাবে ঠিক কতটা নিম্নমানের উপাদান এই কাজে ব্যবহার করা হচ্ছিল৷ তারপরই পেশ করা হবে সাপ্লিমেন্টারি চার্জশিট৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement