Advertisement
Advertisement
Jaya Bachchan

শশী পাঁজার সমর্থনে জয়া বচ্চনের প্রচারে অশান্তি, পরিস্থিতি সামলাতে নামলেন প্রার্থী নিজেই

বাগবাজারে রোড শো চলাকালীন বেধে যায় রাজনৈতিক সংঘর্ষ।

Chaos at TMC candidate Shashi Panja and Jaya Bachchan's rally at Bagbazar |Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 11, 2021 7:07 pm
  • Updated:April 11, 2021 9:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় ফের তৃণমূলের (TMC) তারকা প্রচারক জয়া বচ্চনের মিছিল ঘিরে ফের উত্তেজনা। রবিবার সন্ধ্যায় বাগবাজারে তৃণমূল প্রার্থী শশী পাঁজার রোড শো চলাকালীন সংঘর্ষে জড়াল বিজেপি-তৃণমূল। রোড শো থামিয়ে নিজে তা সামাল দেওয়ার চেষ্টা করেন শশী পাঁজা নিজেই। ঘটনা ঘিরে বেশ উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

তৃণমূলের আহ্বানে সাড়া দিয়ে গত ৫ তারিখ কলকাতায় এসেছেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন (Jaya Bachchan)। তৃণমূল প্রার্থীদের হয়ে তিনি টানা প্রচার চালাচ্ছেন। মূলত রোড শো’র মাধ্যমেই কলকাতার শাসকদলের প্রার্থীদের হয়ে ভোটপ্রার্থনা করছেন তিনি। রবিবার বাগবাজারে রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা শ্যামপুকুর (Shyampukur) কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজার হয়ে প্রচার করছিলেন তিনি। হুড খোলা, সুসজ্জিত জিপে জয়ার পাশে ছিলেন শশী পাঁজা। কিন্তু আচমকাই সেই রোড শো’য় ধুন্ধুমার বেধে যায়। দেখা যায়, একদল সমর্থকের মধ্যে হাতাহাতি বেধেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রার্থী নিজে গাড়ি থামিয়ে নেমে পড়েন। ঘটনা ঠিক কী হচ্ছে, তা দেখতে এগিয়ে যান। তিনি নিজে গন্ডগোল সামলানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, তৃণমূল প্রার্থীর রোড শো চলাকালীন আচমকাই সেখানে ঢুকে পড়ে জনা কয়েক বিজেপি সমর্থক, তৃণমূল কর্মী, সমর্থকদের সঙ্গে হাতাহাতি বাধে।

Advertisement

[আরও পড়ুন: পাতালপথে সোনা পাচারের চেষ্টা? দমদম মেট্রো স্টেশনে উদ্ধার বিপুল পরিমাণ গয়না]

এর আগে অমিতাভপত্নী জয়া বচ্চনের রোড শো চলাকালীন অশান্তি হয়েছিল। বরানগরে রোড শো’য় এক ব্যক্তি তাঁর সঙ্গে সেলফি তুলতে গেলে তাঁকে কড়া ধমক দেন জয়া। তা নিয়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরে অবশ্য তা সামলে নেওয়া হয়। আর রবিবার শশী পাঁজার সমর্থনে বাগবাজারেও প্রায় একই অশান্তি। তবে এবার তাঁর নিজের কোনও ক্ষতি হয়নি। উত্তর কলকাতায় তারকা প্রচারককে নিয়ে রোড শো’য় বেরিয়ে প্রার্থী নিজে যেভাবে রাজনৈতিক সংঘর্ষ সামলাতে কোমর বেঁধে নেমে পড়লেন, তা বিশেষ তাৎপর্যপূর্ণ বটেই।

[আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা হাওড়ায়, তৃণমূল নেতাকে অস্ত্র-সহ খুনের হুমকি, প্রতিবাদে পথ অবরোধ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement