Advertisement
Advertisement

Breaking News

নার্সিং পড়ুয়াদের বিক্ষোভে ভেস্তে গেল বৈঠক, ধুন্ধুমার এনআরএসে

হাসপাতালের সুপার এবং ডেপুটি সুপারকে হেনস্তা করে ছাত্রীরা৷

Chaos at NRS Medical College
Published by: Sayani Sen
  • Posted:January 17, 2019 6:59 pm
  • Updated:January 17, 2019 7:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুকুরছানাদের হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে অচলাবস্থা চলছে এনআরএসে৷ এই ঘটনায় দুই ছাত্রীকে গ্রেপ্তারও করা হয়েছে৷ তারই প্রতিবাদে ক্লাস বয়কট করে আন্দোলনে সরব নার্সিং পড়ুয়ারা৷ সমস্যা সমাধানে বৃহস্পতিবার হাসপাতালের নার্সিং পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতাল সুপার, ডেপুটি সুপার এবং নার্সিং সুপার-সহ একাধিক আধিকারিক৷ তবে ছাত্রীদের বিক্ষোভের জেরে ভেস্তে যায় বৈঠক৷

[কুকুরের ভয়ে পালাতে গিয়ে লরিতে পিষে মৃত্যু]

রবিবার দুপুরে হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডের পাশে জঞ্জালস্তূপে একটি বস্তার মধ্যে বেশ কয়েকটি প্যাকেট পড়ে থাকতে দেখা যায়৷ প্যাকেটগুলির পাশেই আধমরা অবস্থায় পড়েছিল একটি কুকুর। ওই প্যাকেটের ভিতর একটি কুকুরছানা দেখতে পাওয়া যায়৷ কৌতূহলী হয়ে বাকি প্যাকেটের মুখ খুলতেই একে একে ১৬টি কুকুরছানার দেহ বেরিয়ে আসে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান একাধিক পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার থেকেই উত্তপ্ত এনআরএস চত্বর৷ সোমবার সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলে সামনে আসে একটি ভিডিও৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, লাঠি নিয়ে এলোপাথাড়ি কুকুরছানাদের পেটাচ্ছে দুই মহিলা। এরপরই কমিটি গঠন করে শুরু হয় তদন্ত৷ মঙ্গলবার এন্টালি থানায় ঘটনার তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়৷ উঠে আসে পাঁচ সন্দেহভাজনের নাম৷ সেই রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যেই দ্বিতীয় বর্ষের দুই ছাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ৷ জামিন পেলেও আপাতত পুলিশ হেফাজতে রয়েছে দু’জনে৷

Advertisement

[এনআরএসে কুকুর নিধন কাণ্ডে সামনে এল ৫ সন্দেহভাজনের নাম]

এদিকে, গ্রেপ্তারির পর থেকেই আন্দোলনে শামিল নার্সিং কলেজের অন্যান্য পড়ুয়ারা৷ ক্লাস বয়কট করে হাসপাতালে বিক্ষোভ দেখান তাঁরা৷ সমস্যা সমাধানে বৃহস্পতিবার ছাত্রীদের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতালের সুপার, ডেপুটি সুপার এবং নার্সিং সুপার৷ বৈঠক চলাকালীন আচমকাই একদল পড়ুয়া কনফারেন্স রুমে ঢুকে পড়েন৷ তদন্ত কমিটির রিপোর্ট তারা মানে না বলে জানান৷ এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সিং পড়ুয়ারা৷ হাসপাতালের সুপার এবং ডেপুটি সুপারকে হেনস্তা করে ছাত্রীরা৷ ভেস্তে যায় বৈঠক৷ পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ কোনওক্রমে দৌড়ে গিয়ে কোয়ার্টারে ঢুকে পড়েন নার্সিং সুপার৷ পুলিশের গাড়িতে চড়ে হাসপাতাল ছাড়েন ডেপুটি সুপার৷ পুলিশের গাড়িও ভাঙচুরের চেষ্টা করে নার্সিং পড়ুয়ারা৷ এখনও পর্যন্ত থমথমে গোটা হাসপাতাল চত্বর৷ মোতায়েন বিশাল পুলিশবাহিনী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement