Advertisement
Advertisement

নিম্নচাপের অবস্থান বদল, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি কমবে কলকাতায়

উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি৷

Changes in depression, light rainfall forecast in next 48 hours in Kolkata
Published by: Sayani Sen
  • Posted:July 29, 2018 8:58 am
  • Updated:June 14, 2019 2:44 pm  

স্টাফ রিপোর্টার: একই দিনে জোড়া স্বস্তি। বিহারে সরে গেল বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপ। পাশাপাশি হাওয়া অফিস জানিয়ে দিল, এ রাজ্যের নয়, আসন্ন নিম্নচাপটি দানা বাঁধছে উত্তরপ্রদেশের উপর। যার কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। ফলে এ রাজ্যের মাথার উপর থেকে নেমে গেল ভারী বৃষ্টির খাঁড়াও।

[রেড রোডে বাজ পড়ে মৃত্যু যুবকের, গুরুতর আহত তরুণী]

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণাবর্তটি শনিবারই বিহারের উপর সরে গিয়েছে। তবে ঘূর্ণাবর্ত পড়শি রাজ্য বিহারে সরলেও মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। ভাগলপুর-মালদহ-বঙ্গোপসাগর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। যার ফলে দক্ষিণের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে রবিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

Advertisement

[বাজারে আসছে সুগার ফ্রি আলু, শুকনো পিঁয়াজ]

এ যাত্রায় ফাঁড়া কাটলেও রাজ্যের আকাশে ফের নিম্নচাপ দানা বাঁধতে পারে বলে মনে করিয়ে দিচ্ছেন আবহাওয়াবিদরা। তাঁদের কথায়,  এই সময়ে নিম্নচাপ হওয়া খুব স্বাভাবিক। তাই সবসময়ই প্রস্তুত থাকা জরুরি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশের সাময়িক উন্নতি হতে শুরু করবে। তবে নিম্নচাপ সরলেও বাতাসে জলীয় বাষ্প থেকে যাওয়ায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।  

[উলুবেড়িয়া নয়, ডায়মন্ড হারবারের মাটিতেই এবার গড়ে উঠছেন দুর্গা]

গত তিন বছরের তুলনায় এ বছর কিছুটা আগেই রাজ্যে পা রেখেছে বর্ষা। কিন্তু প্রথমদিকে কাঙ্ক্ষিত বৃষ্টি মিলছিল না। যদিও দেশ জুড়ে স্বাভাবিক বর্ষার কথা আগেভাগেই জানিয়ে দিয়েছিল দিল্লির মৌসম ভবন। সেই হিসাব অনুযায়ী, বর্ষা স্বাভাবিক ছন্দেই এগোচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement