দীপালি সেন: এবার এগিয়ে আসছে বই উৎসব! ১৮ জানুয়ারি থেকে কলকাতায় শুরু হয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Book Fair)। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। অন্য়ান্য বার জানুয়ারির শেষদিক থেকে শুরু হয় বইমেলা। এবার কেন এগিয়ে আনা হল মেলার দিনক্ষণ? মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে সেই প্রশ্নের জবাব দিলেন বুক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়।
এদিন তিনি জানান, আগামী বছর জানুয়ারির শেষে একাধিক বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে। তাই এবার বইমেলা এগিয়ে আনা হয়েছে। এবারের বইমেলা থিম কান্ট্রি গ্রেট ব্রিটেন। এদিনের সাংবাদিক সম্মেলনে অংশ হাজির ছিলেন ব্রিটিশ উপরাষ্ট্রদূত অ্যান্ড্রু ফ্লেমিং। এছাড়া ১২ বছর পর মেলায় অংশ নিচ্ছে জার্মানিও। অংশ নিচ্ছে পেরু, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, বাংলাদেশ, পেরুর মতো একাধিক দেশ।
দিনদিন বইয়ের চাহিদা বাড়ছে। তাই এবার মেলায় স্টলের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন ত্রিদিববাবু। অন্তত ১০ শতাংশ স্টল বাড়তে পারে। প্রচুর আবেদন ইতিমধ্য়ে জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যান্যবারের মতো এবারও মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.