Advertisement
Advertisement
Chandrima Bhattacharya

বিজেপির হট্টগোলের মাঝেই বাজেট পেশ চন্দ্রিমার, শেষ করলেন মুখ্যমন্ত্রীর কবিতায়

বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ বিরোধীদের।

Chandrima Bhattacharya tables West Bengal budget | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 11, 2022 2:48 pm
  • Updated:March 11, 2022 3:08 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: শাসকদলের আশঙ্কাই সত্যি। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) কিছুটা বাজেট পড়ার পরই হট্টগোল করল বিজেপি (BJP)। তবে তাতে থামেননি তিনি। উত্তেজনার মাঝেই বেশ কিছুক্ষণ বাজেট পড়েন অর্থমন্ত্রী। এরপরই অধিবেশন ওয়াকআউট করে বিজেপি। মুখ্যমন্ত্রীর লেখা কবিতা পাঠ করে বাজেট পেশ শেষ করেন চন্দ্রিমা।

সদ্যই অর্থদপ্তরের পূর্ণ দায়িত্ব পেয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যে এই প্রথম কোনও মহিলা অর্থমন্ত্রী পড়লেন বাজেট। শুক্রবার নির্ধারিত সময়ে বিধানসভায় পৌঁছন চন্দ্রিমা। বাজেট পেশের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী বরাবরই ইতিহাস তৈরি করেছেন। আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে। তিনি যে আমাকে বাজেট পেশ করার এই সুযোগ দিয়েছেন, সেটা আমার কাছে এমন এক মুহূর্ত বলে বোঝাতে পারব না। আমি তাঁকে শ্রদ্ধা জানাই।”

Advertisement

[আরও পড়ুন: ‘কংগ্রেস ব্যর্থ, বিজেপিকে রুখতে বিকল্প তৃণমূলই’, ৫ রাজ্যের ফলাফলে ‘জাগো বাংলা’য় তোপ শাসকদলের]

এদিকে বিধায়ক সাসপেনশনের ঘটনার রেশ ধরে এদিনও অধিবেশনে অশান্তির আশঙ্কা করেছিল শাসকদল। তার মাঝেই নির্ধারিত সময়ে অর্থাৎ বেলা ২ টোয় চন্দ্রিমা ভট্টাচার্য শুরু করেন বাজেট পেশ। ঠিক ১৪ মিনিটের মাথায় বিক্ষোভ শুরু করে বিজেপি। তা সত্ত্বেও গলা চড়িয়ে বাজেট পড়তে থাকেন অর্থমন্ত্রী। এদিকে সুর চড়াতে থাকে বিজেপিও। ওঠে স্লোগান। পালটা স্লোগান তোলে তৃণমূল। বিজেপিকে থামতে অনুরোধ করেন স্পিকার। সবমিলিয়ে তীব্র হট্টগোল শুরু হয় বিধানসভায়। এদিকে মাঝে মাঝে বাজেটের সমর্থন করে ট্রেজারি বেঞ্চ। বাজেট পড়া শেষ হওয়ার আগেই অধিবেশন ওয়াক আউট করে বিজেপি। বিরোধী শূন্য কক্ষে বাজেট পড়েন অর্থমন্ত্রী। মু্খ্যমন্ত্রীর কবিতার মাধ্যমে বাজেট শেষ করেন চন্দ্রিমা। এবার ২৮, ২৭৯ কোটি টাকা ঘাটতি বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।

বাজেট পেশের পরই সরকারকে তুলোধোনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেটে কোনও কিছুই নেই বলে দাবি করেন তিনি। বিধানসভা চত্বরে চলে স্লোগান। সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে বিধানসভা।  

[আরও পড়ুন: বিধানসভায় হট্টগোলের জের, রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে বিজেপির ২ সাসপেন্ডেড বিধায়ক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement