Advertisement
Advertisement
Chandrayaan 3

চাঁদের মাটিতে সফলভাবে পা রাখুক চন্দ্রযান, প্রার্থনা কলকাতার খুঁটিপুজোয়

কলকাতার খুঁটিপুজোতেও এবার অভিনবত্ব।

Chandrayaan 3 worshipped during khutipujo in Kolkata | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 20, 2023 5:38 pm
  • Updated:August 20, 2023 5:50 pm  

সুলয়া সিংহ: কলকাতার দুর্গাপুজোর সঙ্গে এবার মিলে গেল ভারতের চন্দ্রভিযান। চাঁদের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। এখন শুধুই চাঁদের পিঠে তার সফল ভাবে অবতরণের প্রতীক্ষা। আর এই লক্ষ্যে সাফল্য কামনা করেই এবার দুর্গাপুজোর খুঁটিপুজোয় হল বিশেষ পুজো।

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বাকি আর মেরেকেটে দু’মাস। বাংলার অলিতে গলিতে ব্যস্ততা। কুমোরটুলিতে দম ফেলার সময় নেই। ব্যস্ত পুজো উদ্যোক্তারাও। কলকাতার দুর্গাপুজোয় প্রতিবারই থাকে অভিনবত্বের ছোঁয়া। তবে শুধুই পুজো নয়, খুঁটিপুজোতেও এবার অভিনবত্ব। রবিবার শ্যামবাজার পল্লি সংঘের খুঁটিপুজোয় হল চন্দ্রযানের পুজো। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, স্থানীয় কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টরা। মায়ের কাছে প্রত্যেকের প্রার্থনা একটাই। গতবারের ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করুক বিক্রম। এর জন্য একটি চন্দ্রযানের রেপ্লিকাও তৈরি করা হয়েছিল উদ্যোক্তাদের তরফে। তাকে সামনে রেখেই হল খুঁটিপুজো।

Advertisement

[আরও পড়ুন: ভিনরাজ্যে পড়তে গিয়ে মৃত টালিগঞ্জের ছাত্রীর বাড়িতে ফোন মুখ্যমন্ত্রীর, উচ্চপর্যায়ের তদন্তের আশ্বাস]

Khunti-Puja.jpg1

শ্যামবাজার পল্লি সংঘের সম্পাদক সুব্রত ভট্টাচার্য জানান, এক শিল্পীর হাতেই গড়ে উঠেছে পিজবোর্ডের এই চন্দ্রযান। আগামী ২৩ আগস্ট যাতে সফলভাবে চাঁদের পিঠে পা রাখে ল্যান্ডার বিক্রম, সেই প্রার্থনা আজ করা হল। ওই দিন সন্ধে ৬টা ৪মিনিটে বিক্রমের অবতরণের সময়।

সুব্রত ভট্টাচার্য আরও জানান, এবার ৬৩ বছরের পুজোয় নিজেদের থিমের মধ্যে দিয়ে সমাজকে বিশেষ বার্তা দেওয়া হবে। তাঁদের থিম ‘সন্ধি’। সারোগেজির বিষয়টিই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।

[আরও পড়ুন: হাসপাতালে পুলিশকে বয়ান নিতে বাধা, যাদবপুরকাণ্ডে ধৃত জয়দীপকে নিয়ে বিস্ফোরক তদন্তকারীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement