Advertisement
Advertisement

Breaking News

BGBS

বঙ্গে বিনিয়োগে আগ্রহী চণ্ডীগড়ের শিল্পপতিরা! বাণিজ্য সম্মেলনে চাঁদের হাট

দিল্লি, মুম্বই, চেন্নাই, চণ্ডীগড়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষে রোড শো হচ্ছে।

Chandigarh businessmen eager to invest in Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:November 5, 2023 11:24 am
  • Updated:November 5, 2023 3:26 pm  

স্টাফ রিপোর্টার: আগামী ২১ ও ২২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলন (BGBS)। তারই প্রস্তুতি যেমন এখানে চলছে, তেমনই চলছে ভিনরাজ্যেও। কেবলমাত্র বাংলার শিল্প সম্ভারের প্রদর্শনীই নয়, ভিন রাজ্যের শিল্প-বাণিজ্যের প্রদর্শনীও করা হবে এবারের সম্মেলনে। দিল্লি, মুম্বই, চেন্নাই, চণ্ডীগড়ে বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলন উপলক্ষে রোড শো হচ্ছে। সম্মেলনে বিশেষ আমন্ত্রণ পাবে এই রাজ্যগুলির বণিক মহল।

শুক্রবার চণ্ডীগড়ে হয়ে গেল সম্মেলন উপলক্ষে একটি রোড শো। পরে শিল্পপতিদের নিয়ে একটি আলোচনাসভারও আয়োজন করা হয়। ওই দেশের বণিক মহলের পাশাপাশি এ রাজ্যের শিল্পপতি এবং আমলারাও সেখানে উপস্থিত ছিল। এই আলোচনাসভাতে চণ্ডীগড়ের শিল্পপতিরা বাংলায় বিনিয়োগের ব‌্যাপারে আগ্রহ প্রকাশ করেন। বাণিজ‌্য সম্মেলনে যোগ দিয়ে সেকথা ঘোষণা করতে পারেন তাঁরা। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান হবে। আর দ্বিতীয় দিন সমাপ্তি ঘোষণা হবে ধনধান্য স্টেডিয়ামে।

Advertisement

[আরও পড়ুন: এবার জামিনে মুক্তদের গতিবিধিও পুলিশের নখদর্পণে! পায়ে বাঁধবে জিপিএস ট্র্যাকার]

চণ্ডীগড়ে হয়ে যাওয়া আলোচনাসভায় উপস্থিত ছিলেন সেখানকার শিল্পপতিরা। একইসঙ্গে এ রাজ্যের আমলারাও তাতে যোগ দেন। শুরুতেই প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমান মুখ‌্যমন্ত্রীর প্রধান মুখ‌্য আর্থিক উপদেষ্টা অমিত মিত্রের একটি ভাষণ পড়ে শোনানো হয়। বাংলা কেন শিল্পপতিদের বিনিয়োগের আদর্শ জায়গা সেকথা জানানোর পাশাপাশি তিনি ভিনরাজ্যের শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আমন্ত্রণ জানান। এদিনের আলোচনাসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষা দপ্তরের সচিব অনুপকুমার আগরওয়াল, অনগ্রসর শ্রেণি কল‌্যাণ দপ্তরের সচিব সঞ্জয় বনশল, ক্ষুদ্র-মাঝারি শিল্প উন্নয়ন নিগমের এমডি নিখিল নির্মল-সহ রাজ্যের একাধিক আমলা। পাশাপাশি চণ্ডীগড়ের শিল্পপতিরাও ছিলেন সেখানে। ছিলেন সিমারপ্রীত সিং, সৈকত বিশ্বাস, কোমাল দসওরা, সোমেশ দাসগুপ্ত, সুচিন্ত‌্য পাল, দৃশমিত সিং বুটার, পরমিন্দারজিৎ কৌর-সহ অন‌্যান‌্য বিশিষ্টরা।

[আরও পড়ুন: ভোটপ্রচারে গিয়ে বিনামূল্যে রেশনের ঘোষণা, মোদির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement