Advertisement
Advertisement

শহরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার পুরোহিত

আবাসিকদের তৎপরতায় ঘটনা জানাজানি হয়৷

Challenged teen raped in Kolkata
Published by: Sayani Sen
  • Posted:November 8, 2018 2:22 pm
  • Updated:November 8, 2018 2:22 pm  

অর্ণব আইচ: শহরে ধর্ষণের অভিযোগ৷ বেহালার ডি আর সি পুলিশ কোয়ার্টারে মন্দির লাগোয়া একটি ঘরেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ দীর্ঘদিন ধরে তরুণীকে ধর্ষণের পর তা জানাজানি হয়ে যায়৷ আবাসিকদের তৎপরতায় খবর পায় পর্ণশ্রী থানার পুলিশ৷ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  অভিযুক্ত পুরোহিতকে গ্রেপ্তার করে৷

[শহরে শব্দবাজি, ডিজে রুখতে বিসর্জনেও নজর রাখবে ২৫৫টি পুলিশ পিকেট]

বেহালা অজন্তা সিনেমা হলের কাছে আবাসন লাগোয়া একটি মন্দির রয়েছে৷ ওই আবাসনেই বাস করত বছর ২০-র এক তরুণী৷ মানসিক ভারসাম্যহীন ছিল সে৷ প্রতিদিনই সে আবাসন লাগোয়া মন্দিরে পুজো দিত আসত৷ অভিযোগ, পুজো দেওয়ার পর মন্দির লাগোয়া একটি ঘরে নিয়ে যেত তাঁকে৷ ওই ঘরে নিয়ে গিয়েই মন্দিরের পুরোহিত তাকে ধর্ষণ করে৷ বহুদিন ধরেই সে তাকে ধর্ষণ করে বলেই অভিযোগ৷ বৃহস্পতিবারও একই ঘটনা ঘটে৷ পুজো দেওয়ার পর তরুণীকে নিয়ে মন্দির লাগোয়া ঘরে চলে যায় সে৷ তাতেই সন্দেহ হয় অন্যান্যদের৷ ঘরের কাছে গিয়ে পুরোহিতকে অসংলগ্নভাবে দেখতে পান আবাসিকরা৷ তাঁরাই ওই পুরোহিতকে ঘিরে ধরে৷ আবাসিকদের কাছে সে স্বীকার করে দীর্ঘদিন ধরেই তরুণীকে ধর্ষণ করত সে৷

Advertisement

[ফের শহরে অঙ্গ প্রতিস্থাপন, তরুণীর ব্রেন ডেথ-এ প্রাণ পেল তিনজন]

এরপরই পর্ণশ্রী থানায় খবর দেন আবাসিকদের৷ পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়৷ ততক্ষণে পুরোহিতকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আবাসিকরা৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে৷ ওই তরুণীকে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে৷ তরুণী মানসিক ভারসাম্যহীন হওয়ায় কাউকেই পুরোহিত কুকীর্তির কথা জানায়নি নাকি পুরোহিত ভয় দেখিয়েছিল তাকে, তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement