Advertisement
Advertisement

Breaking News

কলকাতা থেকে গ্রেপ্তার মণিপুরের নিষিদ্ধ সংগঠনের প্রধান, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

নাশকতার ছক কষেই শহরে প্রবেশ বলে অনুমান৷

Chairperson of Kangleipak Communist Party arrested in Kolkata
Published by: Tanujit Das
  • Posted:September 9, 2018 1:19 pm
  • Updated:September 9, 2018 1:22 pm

অর্ণব আইচ: কলকাতা থেকে পাকড়াও মণিপুরের নিষিদ্ধ সংগঠন মিলিটারি কাউন্সিল প্রোগ্রেসিভ বা কাংলেইপাক কমিউনিস্ট পার্টির স্বঘোষিত প্রধান৷ প্রচুর অস্ত্রশস্ত্র-সহ তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ৷ ধৃতের নাম আমন নেলশন সিং ওরফে চিংখেই খুমান ওরফে মখেইখোম্বা মেতাই৷ পুলিশের অনুমান, শহরে কোনও নাশকতা ঘটানোরর লক্ষ্যেই প্রবেশ করে ধৃত মিলিটারি কাউন্সিল প্রোগ্রেসিভ সদস্য৷

[কাকতালীয় হলেও সত্যি, মঙ্গলবারেই সূচনা ও সমাপ্তি মাঝেরহাট সেতুর]

Advertisement

জানা গিয়েছে, ধৃতের বাড়ি পূর্ব ইম্ফলের লামলাখ থানার অন্তর্গত এলাকায়৷ অনেকদিন ধরেই শহরে প্রবেশের চেষ্টা করছিল সে৷ খবর যায় পুলিশের কাছে৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ৷ মেলে সাফল্য৷ পুলিশের জালে ধরা পড়ে আমন নেলশন সিং৷ তাঁর কাছ থেকে মিলেছে একটি নয় এমএম পিস্তল, একটি সাত এমএম পিস্তল ও তিনটি গুলি৷

[রবিবারও বাড়ল পেট্রল-ডিজেলের দাম, পকেটে টান গৃহস্থের]

পুলিশের অনুমান, কলকাতায় বসবাসকারী মণিপুরি নাগরিকদের উপরে হামলার ছকেই শহরে প্রবেশ করে ধৃত৷ তাকে রবিবারই তোলা হয় ব্যাংকশাল আদালতে৷ পুলিশ সূত্রে খবর, তাকে হেফাজতে নেওয়ার আবেদন করতে পারেন তদন্তকারীরা৷ তাকে জেরা করে সংগঠনের কাজকর্ম সম্পর্কে অনেক গোপন তথ্য পাওয়া যাবে বলে অনুমান তদন্তকারীদের৷ তবে এই প্রথম নয়৷ এর আগেও শহরে গ্রেপ্তার হয়েছে মণিপুরের এই নিষিদ্ধ সংগঠনের সদস্যরা৷ গত বছর শহরেরে একটি গহনার দোকানে ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছে মিলিটারি কাউন্সিল প্রোগ্রেসিভের বেশ কয়েকজন সদস্য৷ শহরের বিভিন্ন এলাকায় এই সংগঠনের আরও সদস্যের আত্মগোপন থাকার আশঙ্কা করা হচ্ছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement