ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা অভাব অভিযোগের-আবহেই মিড-ডে মিল প্রকল্পে রাজ্যের জন্য ২০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করল কেন্দ্র। একথা টুইটে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আরও জানান, রাজ্যে মিড-ডে মিলের ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছে কেন্দ্র।
সোমবার একটি টুইট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই তিনি জানান, এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সচিব ও পিএম পোষন প্রকল্পের আধিকারিকদের সঙ্গে বৈঠক ছিল। সেখানে রাজ্যের মিড ডে মিলের পরিচালনার বিস্তারিত তুলে ধরেন। রাজ্যের তরফে প্রেজেন্টেশন দেওয়া হয়। তার ভুয়সী প্রশংসা করে কেন্দ্র। এরপরই ২০২৩-২৪ অর্থবর্ষে ২০০০ কোটি টাকা বরাদ্দেক কথা ঘোষণা করা হয় বলে জানান ব্রাত্য বসু। বর্তমান পরিস্থিতিতে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
— Bratya Basu (@basu_bratya) May 15, 2023
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মিড ডে মিল নিয়ে নানা অভিযোগ প্রকাশ্যে এসেছে। মিড ডে মিল – সবেতেই ‘দুর্নীতি’র যোগ খুঁজে পায় কেন্দ্র। যার জেরে কিছু কিছু প্রকল্পের টাকা আটকেও দেওয়া হয়েছে বলে জানানো হয়। যৌথ পর্যালোচনা মিশনকে (JRM) কেন্দ্রীয় প্রতিনিধিদের দেওয়া রিপোর্টে মিড ডে মিলে ১০০ কোটি গরমিলের উল্লেখ করা হয়। যদিও সেই রিপোর্টে সইও ছিল না রাজ্যের প্রতিনিধির। সেই রিপোর্টের জবাবে পালটা টুইট করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.