উর্মি খাসনবিশ: গতকালই তিনি জানিয়ে দিয়েছিলেন যে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান সাধারণের জন্য উন্মুক্ত৷ যেকোনও মানুষ তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন৷
যেমন কথা তেমনই কাজ৷ শুক্রবার সকালের শহর কলকাতার একমাত্র ঠিকানা যেন ছিল রেড রোড৷
শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন যেন মানুষের মিলনমেলা বসেছিল রেড রোডে৷ অনুষ্ঠানের শোভাকে আরও বাড়িয়ে তুলেছিল রেড রোডের চাঁদের হাট৷ কে ছিলেন না সেই অনুষ্ঠানে? টলিউডের দেব, সোহম, হিরণ, রুদ্রনীল থেকে শুরু করে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, শুভশ্রী, অপরাজিতা আঢ্য, জুন মালিয়া, পায়েল – প্রত্যেকেই উপস্থিত ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে৷ অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি এদিন টলি পরিচালক ও প্রযোজক মহলকেও উপস্থিত থাকতে দেখা গেল শপথগ্রহণ অনুষ্ঠানে৷ উপস্থিত ছিলেন শ্রীকান্ত মোহতা, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, নিসপাল সিং প্রমুখ৷ উপস্থিত ছিলেন কলকাতার আরেক ‘দিদি’ উষা উত্থুপ৷
বরাবরের বামপন্থী বলে পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি আগেকার রাজনৈতিক সমীকরণকে যে উলোটপালট করে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না৷
টলিউডের পাশাপাশি এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলা টেলিভিশন জগতের বহু পরিচিত মুখ৷
শপথগ্রহণ অনুষ্ঠানে শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের উপস্থিত থাকার কথা থাকলেও, এই দুই তারকার দেখা মেলেনি৷ কিন্তু তাতে সাধারণের উৎসাহে এতটুকুও ভাঁটা পড়েনি৷
মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ভীষণ আপন ‘দিদি’-কে শুভেচ্ছা জানাল গোটা শহর৷ তাঁদের উৎসাহ এবং উদ্দীপনা বুঝিয়ে দিল পশ্চিমবঙ্গে সাধারণ মানুষই বসাতে পারে চাঁদের হাট৷ হয়ে যেতে পারেন ‘আসলি হিরো’৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.