Advertisement
Advertisement
Kolkata Accident

মা ফ্লাইওভারে দুর্ঘটনা থেকে শিক্ষা, কলকাতার ৪৫ টি জায়গায় সিসিটিভির সফটওয়্যার আপডেট

মা ফ্লাইওভারে আরও দুটো গতি মাপার যন্ত্র লাগানো হবে।

CCTV software upgrade at 45 spots across Kolkata, cop cop focus on Maa after accident| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 3, 2023 9:41 am
  • Updated:October 3, 2023 9:41 am  

অর্ণব আইচ: মা ফ্লাইওভারের নিরাপত্তা নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল। শুক্রবার ফ্লাইওভারে দুর্ঘটনায় ছাত্রের মৃত্য়ুর পরই সেই প্রশ্নই যেন ফিরে এল। তবে এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার নতুন পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। খবর অনুযায়ী, শহরে গাড়ি দুর্ঘটনা এড়াতে এবার শহরের ৪৫টি জায়গার সিসিটিভির সফটওয়্যার আপডেট করা হবে। এই আপডেটের ফলে গাড়ির নম্বর প্লেটে দ্রুত রেকর্ড করতে সক্ষম হবে সিসিটিভি। শুধু তাই নয়, পুরনো সিসিটিভিকে বদল করে ৮০ টি নতুন এএনপিআর ক্যামেরাও বসানো হবে। জানা গিয়েছে, শুক্রবার মা ফ্লাইওভারের দুর্ঘটনার পর, এই ফ্লাইওভারে আরও দুটো গতি মাপার যন্ত্র লাগানো হবে।

[আরও পড়ুন: তৃণমূলের পালটা শুভেন্দুর ‘ফ্লপ শো’ কলকাতায়! ধরনায় ব্যাগ খোয়ালেন দুই BJP বিধায়ক]

শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ নীল রঙের চারচাকা মা উড়ালপুল (Maa flyover) দিয়ে গাড়িটি পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। চালক-সহ মোট পাঁচজন ছিল সেই গাড়িতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তা ফাঁকা থাকায় দ্রুতগতিতে ছুটে যাচ্ছিল গাড়িটি। আর তাতেই ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ল্যাম্প পোস্টে ধাক্কা মারে ওই গাড়ি। গতি এতটাই দ্রুত ছিল যে ধাক্কা লাগতেই একেবারে তা দুমড়ে মুচড়ে যায়।ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের আসনে থাকা সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়া নীহার আগরওয়ালের। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আরও চারজন গুরুতর জখম হয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: পটচিত্রে দেবী দুর্গা, শত অভাবেও পট এঁকেই দিনযাপন কৃষ্ণনগরের বৃদ্ধা শিল্পীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement