Advertisement
Advertisement
CBI

নিয়োগ দুর্নীতি মামলা: ভুয়ো ওয়েবসাইট তৈরি করে জালিয়াতি কুন্তলদের! রহস্যভেদে গুগলের দ্বারস্থ CBI

কী জানাচ্ছে সিবিআই?

CBI writes a letter to google on SSC scam | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 7, 2023 2:00 pm
  • Updated:April 7, 2023 2:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারী সংস্থার হাতে। সূত্রের খবর, দুর্নীতিতে নাকি ব্যবহার করা হয়েছিল ভুয়ো ওয়েবসাইটও। সে বিষয়ে জানার চেষ্টায় গুগলকে চিঠি পাঠাল সিবিআই।

বিষয়টা ঠিক কী? প্রাথমিক শিক্ষা পর্ষদের নামে আসল ওয়েবসাইটের মতো হুবহু এক একটি সাইট তৈরি করেছিলেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। গুগলে WBBPE লিখলে আসল সাইটের নিচেই দেখাতো ভুয়োটি। সূত্রের খবর, চাকরি দেওয়ার নামে অনেকের থেকে টাকা নিত কুন্তল। এরপর ভুয়ো ওয়েবসাইটে তাঁদের নাম তুলে দিত। এরপর চাকরিপ্রার্থীদের দেখাত যে, নাম সাইটে উঠে গেছে। এরপরই চাকরির বাকি টাকা হাতিয়ে নিত কুন্তল। তদন্তে নেমে গোটা বিষয়টা জানতে পারেন তদন্তকারীরা। কে এই ওয়েবসাইটটি তৈরি করেছিলেন। ঠিক কীভাবে কাজ হত, সবটা জানার চেষ্টা করা হচ্ছে। এরপরই সিবিআইয়ের তরফে গুগুলকে চিঠি পাঠিয়েছে সিবিআই।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রথমে ওর বাবাকে মারলাম, তারপর মাকে, তারপর দিদিকে…’, আশ্চর্যরকম নির্লিপ্ত শীতলকুচি কাণ্ডের ‘খুনি’]

প্রসঙ্গত, গত প্রায় একবছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় বাংলা। গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিককে। তাঁদের সূত্র ধরে সিবিআই ও ইডির জালে বহু। তাঁদের জেরা করতেই একের পর এক নতুন তথ্য পাচ্ছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: শীতলকুচিতে হাড়হিম করা হত্যাকাণ্ড, স্বামী ও মেয়ে-সহ তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement