ছবি: প্রতীকী।
স্টাফ রিপোর্টার: রাজ্যে একের পর এক মামলায় তদন্তভার পড়ছে তাঁদের উপর। কিন্তু সেই অনুযায়ী লোকবল নেই। এই কারণ দেখিয়ে বুধবার রাজ্য পুলিশের থেকে কর্মী চেয়ে হাই কোর্টে (Calcutta High Court) আর্জি জানাল সিবিআই। সিবিআইয়ের সেই আর্জিতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে একটি বিশেষ নির্দেশ এদিন পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।
রাজ্যে বর্তমানে অনেকগুলি মামলার তদন্ত করছে সিবিআই (CBI)। সারদা, নারদা, কয়লা ও গরু পাচার, শিক্ষক নিয়োগের মতো মামলাগুলির পাশাপাশি আরও অনেক তদন্তের দায়িত্ব পড়েছে তাদের উপর। যার মধ্যে কয়েকটি মামলায় অভিযুক্ত রাজ্যের শাসকদলের নেতা, বিধায়ক, সাংসদরা। অনেককে ডেকে পাঠিয়ে জেরাও করা হয়েছে।
এ কথা জানিয়ে এদিন সিবিআইয়ের আর্জি, একসঙ্গে এত মামলা সামলানোর মতো লোকবল তাদের নেই। অন্তত রাজ্য পুলিশ থেকে দু’জন সাব ইনস্পেক্টর এবং আটজন কনস্টেবল, মোট ১০ জন কর্মী তাদের দেওয়া হোক। যারা সিবিআইকেই সাহায্য করার দায়িত্বে পুরোপুরি থাকবে। প্রয়োজনের গুরুত্ব বিচার করে রাজ্যের মুখ্য সচিবকে কয়েকটি নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে ওই ১০ জনকে সিবিআইকে ডেপুটেশনে দিতে হবে।
এদিন একইসঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ক্যাম্প করার আর্জি নিয়েও হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আর্জি জানায় সিবিআই। তাদের বক্তব্য, সমবায় দুর্নীতির শিকড় খুঁজতে উত্তরবঙ্গে ক্যাম্প করে তদন্ত করতে হবে। সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে এবিষয়ে রাজ্যকে তাঁদের থাকার ঘর ও যাতায়াতের গাড়ির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.