Advertisement
Advertisement
CBI traced eight officers who allegedly involved in recruitment scam

ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের প্রমাণ! নিয়োগ দুর্নীতিতে CBI স্ক্যানারে শিক্ষাদপ্তরের ৮ আধিকারিক

ওই আধিকারিকদের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে জড়িত এজেন্টরা যোগাযোগ রাখতেন, দাবি সিবিআইয়ের।

CBI traced eight officers who allegedly involved in recruitment scam । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 8, 2023 2:27 pm
  • Updated:April 8, 2023 2:27 pm  

অর্ণব আইচ: শুধু নেতা-মন্ত্রীরা নন। নিয়োগ দুর্নীতির কালো টাকা সরকারি আধিকারিকদেরও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এবার সিবিআইয়ের স্ক্যানারে শিক্ষাদপ্তরের অন্তত ৭-৮জন সরকারি আধিকারিক।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে এমন মোট সাত-আটজন আধিকারিকের সন্ধান এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। তাঁরা এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ব্যাংক অ্যাকাউন্টে তাঁদের টাকাও লেনদেন হয়েছে। সে সমস্ত নথিপত্রও সিবিআইয়ের কাছে রয়েছে বলেই খবর। তবে ওই সরকারি আধিকারিকদের কাছে কার বা কাদের নির্দেশে এজেন্টরা টাকা পাঠাত, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

[আরও পড়ুন: অনির্বাণ-অপর্ণাদের পালটা! রামনবমী হিংসা নিয়ে ‘বঙ্গ বিবেক’ জাগাতে মিছিলের ডাক গেরুয়া বুদ্ধিজীবীদের]

দিনকয়েক আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মী অর্ণব বসুর সল্টলেকের শ্বশুরবাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। তাঁর ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করে ইডি। তাঁকে জেরাও করা হয়। এবার কি তবে সিবিআই জেরার মুখে পড়তে পারেন তদন্তকারীদের স্ক্যানারে থাকা শিক্ষাদপ্তরের ৭-৮ জন কর্মী, উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: সতীর্থ থেকে আত্মীয়, শিশিরের মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অলোকের ছেলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement