অর্ণব আইচ: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে দুই অভিযুক্তর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। বুধবার ব্যাঙ্কশাল আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার ও বহিষ্কৃত এক তৃণমূল নেতাকে হাজির করা হয়েছিল। সেখানেই তাঁদের কণ্ঠস্বর সংগ্রহ করা হয়।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্তু গঙ্গোপাধ্যায় ও অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল সিবিআই। তদন্তে নেমে একটি অডিও পেয়েছিল তারা। সেই অডিওটির সঙ্গে দুই অভিযুক্তর গলার স্বর মিলিয়ে দেখতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল তদন্তকারীরা। সেই আর্জি মঞ্জুর হয়। সেই মতো এদিন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। সিবিআই সূত্রে দাবি, এই কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
উল্লেখ্য, নিয়োগ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। ইডির মামলায় তিনি জেলে ছিলেন। ২৫ নভেম্বর তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। তদন্তে অসহযোগিতার অভিযোগে ওই দিনই বেহালা থেকে গ্রেপ্তার করা হয় সন্তুকে। এবার তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হল। এবার তা মিলিয়ে দেখার পালা। নমুনা মিললে দুর্নীতি মামলা নয়া মোড় নেবে বলে আশাবাদী তদন্তকারীরা। এই একই মামলায় বৃহস্পতিবার সুজয়কৃষ্ণ ভদ্রকে সশরীরে আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.