Advertisement
Advertisement

সহযোগিতা করেনি পুলিশ, আইনিভাবে মোকাবিলার পথে সিবিআই

রাজীব কুমারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে তথ্যপ্রমাণ নষ্ট করার, অভিযোগ সিবিআই কর্তার।

CBI to file case in SC
Published by: Subhamay Mandal
  • Posted:February 3, 2019 9:58 pm
  • Updated:February 3, 2019 9:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য তথা দেশে নজিরবিহীন ঘটনা। কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে জেরা করতে এসে সিবিআই আধিকারিকরা বাধাপ্রাপ্ত হন পুলিশ আধিকারিকদের। আগাম কোনও খবর ছাড়া বিনা অনুমতিতে কমিশনারের বাসভবনে প্রবেশ করা বা তাঁকে জেরা করতে পারেন না সিবিআই আধিকারিকরা। এমনই বক্তব্য কলকাতা পুলিশের আধিকারিকদের। যদিও সিবিআইয়ের আধিকারিকদের দাবি, তাঁদের কাছে সবরকম কাগজ রয়েছে। তবুও তাঁদের তদন্তে বাধা দিয়েছে পুলিশ। এবং এই ঘটনায় আইনিভাবে মোকাবিলা করার কথা জানিয়েছেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। তিনি বলেছেন, এধরনের ক্ষেত্রে জেরা করার জন্য পরোয়ানার প্রয়োজন পড়ে না। পুলিশকেও সেটা দেখাতে হয় না।

ভারপ্রাপ্ত সিবিআই অধিকর্তা নাগেশ্বর রাও সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, উচ্চপদস্থ ল’ অফিসারদের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন। তাঁদের পরামর্শ মতোই পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, আগামিকাল সোমবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে সিবিআই। ইতিমধ্যেই দিল্লির থানায় একটি অভিযোগ দায়ের করেছে সিবিআই। প্রসঙ্গত, এদিন সিবিআই আধিকারিকদের আটক করে শেক্সপিয়র সরণি থানায় নিয়ে যান পুলিশ আধিকারিকরা। দেখা যায়, টেনে হিঁচড়ে তাঁদের গাড়িতে তোলেন পুলিশকর্মীরা। তারপর সিবিআই আধিকারিকদের শেক্সপিয়র সরণি থানায় নিয়ে যান পুলিশকর্মীরা। পরে রাতের দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব বলেন, ”রাজীব কুমারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে তথ্যপ্রমাণ নষ্ট করার। গত দুবছর ধরে তাঁকে দেখা করার জন্য বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশও রয়েছে। কিন্তু তিনি দেখা করছিলেন না। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। সিবিআই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এদিন গিয়েছিল। পুলিশ কোনওরকম সহযোগিতা করেনি।”

Advertisement

[কেন্দ্রের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন, মেট্রো চ্যানেলে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement