অর্ণব আইচ: ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) তদন্তের দায়িত্বে থাকা চারটি বিশেষ ইউনিট বন্ধ করে দিল সিবিআই (CBI)। তদন্তের যাবতীয় নথিপত্র কলকাতার সংশ্লিষ্ট দপ্তরে জমা করতে বলা হয়েছে।
দু’বছর আগে বিধানসভা ভোটের পর ভোট পরবর্তী হিংসার বেশ কয়েকটি মামলা শুরু করে সিবিআই। তার জন্য ২০২১ সালের আগস্টে চারটি বিশেষ তদন্তকারী ইউনিট তৈরি করে তদন্ত শুরু হয়। সিবিআইয়ের দিল্লির সদর দপ্তর নির্দেশ দিয়েছে, যে চারটি টিম তথা বিশেষ তদন্তকারী ইউনিট তৈরি হয়েছিল, সেগুলি বন্ধ করে দিতে হবে।
ভোট পরবর্তী হিংসার মামলা সংক্রান্ত ও চার্জশিটের পর শুনানির ব্যাপারে যাবতীয় তথ্য কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সের এসসিবি দপ্তরের কর্তাদের হাতে তুলে দিতে হবে। ওই চারটি ইউনিটের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন নিজেদের বিভাগে ফিরে যান। সেই নির্দেশ অনুযায়ী আধিকারিকরা কাজ শুরু করেছেন বলে জানিয়েছে সিবিআই।
প্রসঙ্গত, একুশের ভোটের পর বাংলায় সন্ত্রাসের অভিযাগে সরব হয়েছিল বিরোধীরা। তাঁদের অভিযোগ ছিল, একের পর এক বিরোধী নেতা-কর্মীদের খুন করা হচ্ছে। শাসকদলের হুমকির জেরে ঘরছাড়া বহু বিরোধী। এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। কিন্তু তদন্তের গতি বাড়তেই বিরোধীদের অভিযোগের সারবত্তা নিয়ে প্রশ্ন ওঠে। একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়। এবার সেই তদন্তের ইউনিটই তুলে নিল সিবিআই। যা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.