সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজীব কুমারের খোঁজে এবার ভিন রাজ্যে পাড়ি দিলেন সিবিআইয়ের আধিকারিকরা৷ সূত্রের খবর, শনিবার উত্তরপ্রদেশে রাজীব কুমারের বাড়িতে যান সিবিআইয়ের তদন্তকারীরা৷ তবে বাড়িতে কেউ ছিল না৷ পাশাপাশি, শুক্রবার রাতভর লেকটাউন-সহ একাধিক এলাকায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজ করেন তদন্তকারীরা৷
[ আরও পড়ুন: ‘কোনও ভাবে বাংলায় এনআরসি নয়’, দিল্লি থেকে ফিরেই ঘোষণা মুখ্যমন্ত্রীর ]
সিবিআই সূত্রে খবর, রাজীব কুমারের সন্ধান পেতে ইতিমধ্যে তাঁর আপ্ত সহায়ক(পিএ)-কে তলব করা হয়েছে৷ দিন কয়েক আগে যাঁকে দু’দফায় ৩৪ নম্বর পার্কস্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল৷ তখন তাঁর হাতে একটা ফাইলও ছিল৷ এছাড়া তলব করা হয়েছে রাজীবের দু’জন নিরাপত্তারক্ষী এবং ট্রাভেল এজেন্টকে৷ সম্ভবত শনিবারই, এদের হাজিরা দিতে বলা হয়েছে৷ শুক্রবার দুপুরেই রাজীবের খোঁজে ৩৪ নম্বর পার্কস্ট্রিটে তাঁর বাসভবনে যায় সিবিআই অফিসারদের চারজনের একটি দল। প্রাক্তন কমিশনারের স্ত্রী সঞ্চিতা কুমারের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা বলেন তাঁরা। রাজীব কোথায় থাকতে পারেন, তা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। রাজীবের অ্যাক্টিভ কোনও নম্বর রয়েছে কি না, তা-ও জানতে চান অফিসাররা।
[ আরও পড়ুন: ক্যাম্পাসে অশান্তির বিরুদ্ধে মিছিল থেকে ‘আজাদি’ স্লোগান, যাদবপুরে বিতর্কে এসএফআই ]
রাজীব কুমারের খোঁজে শুক্রবার কলকাতার পাশাপাশি জেলাতেও হানা দেয় সিবিআইয়ের টিম৷ একইসঙ্গে ৬ জায়গায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজে তল্লাশি চালান তদন্তকারীরা৷ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ইবিজা রিসর্টে হানা দেন তাঁরা৷ রিসর্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন৷ গত কয়েকদিনের মধ্যে রাজীব কুমার নামের কোনও ব্যক্তি ওই রিসর্টে এসেছিলেন কিনা, সেই খোঁজ নেন তাঁরা৷ এরপর রিসর্টের রেজিস্টার দেখেন তদন্তকারীরা৷ এবং যেখানেই তাঁদের সন্দেহ হয়েছে, সেখানেই ঢুকে দেখেন তাঁরা৷ রিসর্টের প্রতিটি অংশে ছানবিন করেন৷ এছাড়া একই ভাবে, রায়চকের একটি রিসর্টেও তল্লাশি চালাতে যান সিবিআইয়ের তদন্তকারীরা৷ সিবিআই সূত্রে খবর, রাজীবের ফোন বন্ধ থাকলেও, তার ঘনিষ্ঠ লোকজনের ফোনের টাওয়ার লোকেশন ধরেই, বর্তমানে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা৷ এছাড়া বিভিন্ন গোপন সূত্রে যে তথ্য তাঁদের কাছে আসছে, তার ভিত্তিতেও রাজীবের খোঁজ শুরু করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.