প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতা অরুণ হাজরার হাতের লেখার নমুনা সংগ্রহ করল সিবিআই। কন্ঠস্বরের পর মঙ্গলবার হাতের লেখার নমুনা সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অরুণ ছাড়াও আরও ৬ জন সাব-এজেন্টের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।
ফেব্রুয়ারি মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর কলকাতার বিজেপি নেতা অরুণ ওরফে চিনু হাজরার বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। তখনই এই মামলায় তাঁর নাম প্রথম উঠে আসে। সূত্র মারফত জানা গিয়েছে, তদন্তে নেমে সিবিআই একাধিক ডায়েরি বাজেয়াপ্ত করেছে। ডায়েরিতে মিলিছে ওই বিজেপি নেতার হাতের লেখা। সেখানে লেনদেনের হিসাব রয়েছে বলে দাবি সিবিআই সূত্রের।
সূত্রের আরও দাবি, প্রাইমারিতে নিয়োগের জন্য ১১ কোটি ৭০ লক্ষ টাকা অরুণ হাজরা সুজয়কৃষ্ণকে দিয়েছিলেন। এছাড়াও গ্রুপ ডির জন্য ১৫ কোটি, গ্রুপ সির জন্য ৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। অন্যান্য জায়গায় নিয়োগের জন্যও ৩ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে দাবি। তা নিয়ে অরুণ একটি চুক্তিপত্রও সই করেছিল বলে জানা গিয়েছে।
কংগ্রেস, তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দেওয়া, অরুণ হাজরা কন্ঠস্বরের নমুনা নেওয়ার পর এবার হাতের লেখার নুমনা নিল। সেই নমুনার সঙ্গে সিবিআইয়ের কাছে থাকা নমুনা মিলে গেলেই তা আদালতে তা জানানো হবে বলে সিবিআই সূত্রে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.