Advertisement
Advertisement

Breaking News

CBI

আইকোর কাণ্ডে মানস ভুঁইঞাকে নোটিস পাঠাল CBI, দ্রুত হাজিরার নির্দেশ

মানসবাবুর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে করছেন আধিকারিকরা।

CBI summons Manas Bhunia over I-core case | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 10, 2021 11:58 am
  • Updated:March 10, 2021 12:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইকোর কাণ্ডে এবার নজরে সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞা (Manas Bhunia)। বুধবার তাঁকে নোটিস পাঠাল সিবিআই। জিজ্ঞাসবাদের জন্য অতি শীঘ্রই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। 

জানা গিয়েছে, আইকোরের একটি অনুষ্ঠানের ভিডিও কিছুদিন আগে প্রকাশ্যে আসে। সেখানে দেখা গিয়েছিল মানস ভুঁইঞাকে। তিনি আইকোরের সমর্থনে একাধিক বক্তব্যও রেখেছিলেন। এছাড়াও আইকোর কাণ্ডে একাধিক ব্যক্তিকে জেরা করায় উঠে এসেছে মানস ভুঁইঞার নাম। সেই কারণেই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিলেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে, মানসবাবুকে জিজ্ঞাসাবাদ করে আইকোর কাণ্ডের তদন্তে  গুরুত্বপূর্ণ তথ্য মিলবে। জানা যাচ্ছে, ওই ভিডিও-র ভিত্তিতে আরও একাধিক প্রভাবশালীকেও দেখা গিয়েছে। জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁদেরও।

Advertisement

[আরও পড়ুন: ‘দমকলের প্রয়োজনীয় সরঞ্জামই নেই’, স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে ধনকড়ের নিশানায় রাজ্য]

বছর ১২ আগে বাংলায় তৈরি হওয়া একাধিক চিটফান্ড সংস্থার মধ্যে অন্যতম ছিল আইকোর। স্বল্প বিনিয়োগে অনেক বেশি মুনাফা লাভের লোভনীয় প্রস্তাব দিয়ে সাধারণ জনগণের কাছ থেকে টাকা আদায় করত অনুকূল মাইতির সংস্থা। শুধু এ রাজ্যেই নয়, ওড়িশা, ঝাড়খণ্ড, ত্রিপুরা থেকেও অর্থ সংগ্রহ করে ফুলেফেঁপে উঠেছিল সংস্থা। ২০১২ সালে অনেক চিটফান্ড সংস্থার আর্থিক তছরূপের বিষয় ফাঁস হয়ে যায়। সেই সময় গোয়েন্দারা তল্লাশি চালায় আইকোর সংস্থায়। ২০১৫ সালে অনুকূল মাইতি, তাঁর স্ত্রী এবং সংস্থার দুই ডিরেক্টরকে গ্রেপ্তার করে রাজ্যের গোয়েন্দা সংস্থা (CID)। এরপর তিনি জামিনে মুক্ত ছিলেন। পরবর্তী সময়ে ওড়িশায় দায়ের হওয়া এক অভিযোগের ভিত্তিতে সিবিআই তাঁকে গ্রেপ্তার করে। ততদিন চিটফান্ড কেলেঙ্কারির তদন্তভার সিবিআইয়ের (CBI) হাতে চলে গিয়েছে। সেই থেকে এখনও চলছে আইকোর কাণ্ডের তদন্ত। এবার সেই ঘটনায় নাম জড়াল মানস ভুঁইঞার। 

[আরও পড়ুন: ফের আসন নিয়ে জটিলতা, কাশীপুর কেন্দ্রে প্রার্থী দিল বাম-কংগ্রেস দুই জোট শরিকই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement