Advertisement
Advertisement
CBI summons co producer of tollywood superstar Dev

গরুপাচার কাণ্ডের তদন্তে এবার দেবের সহ প্রযোজককে সিবিআই তলব, শুক্রবারই হাজিরার নির্দেশ

এর আগে সিবিআই দেবকে জিজ্ঞাসাবাদ করে।

CBI summons co producer of tollywood superstar Dev । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 17, 2022 5:19 pm
  • Updated:February 17, 2022 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবের (Dev) পর এবার তাঁর ছবির প্রযোজককে তলব সিবিআইয়ের। গরুপাচার কাণ্ডের তদন্তে ডাকা হয়েছে তাঁকে। শুক্রবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এর আগে দেবকেও জেরা করে সিবিআই। 

জানা গিয়েছে, দেব অভিনীত একটি জনপ্রিয় ছবির সহ প্রযোজক পিণ্টু মণ্ডল। তাঁকেই জেরা করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, গরুপাচারকারীরা টলিউডে আর্থিক বিনিয়োগ করেছে কিনা, সে বিষয়টিই ভাবাচ্ছে আধিকারিকদের। এ বিষয়ে পিণ্টু মণ্ডলকে জেরা করা হতে পারে বলেই সূত্রের খবর। শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা দিতে যান কিনা ওই সহ প্রযোজক, সেদিকে নজর রয়েছে সকলের।

Advertisement

[আরও পড়ুন: দৌড় থেমে গেল সত্তরে, প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত]

উল্লেখ্য, এর আগে গত ১৫ ফেব্রুয়ারি দেবকে তলব করে সিবিআই (CBI)। সেই অনুযায়ী নির্ধারিত দিনে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যান ঘাটালের তারকা তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। টানা পাঁচ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। নিজাম প্যালেস থেকে হাসি মুখেই বেরতে দেখা যায় তারকা সাংসদকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারকা জানান, তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। শোনা যায়, গরুপাচার (Cow smuggling) কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের বয়ানে উঠেছিল  তারকা সাংসদ দেবের নাম। তবে এনামুল হক বলে কাউকে চেনেন না বলেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান দেব। আর্থিক লেনদেনের বিষয়ও অস্বীকার করেন তারকা সাংসদ। আর হয়তো সিবিআই তাঁকে তলব করবে না বলেই আশা দেবের।

গত ১৪ ফেব্রুয়ারি একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) তলব করে সিবিআই। তবে সিবিআই হাজিরা এড়ান তিনি। অনুব্রত মণ্ডলের আইনজীবী আরও কিছুটা সময় চান। আবেদন মঞ্জুর করে আগামী ২৫ ফেব্রুয়ারি তৃণমূল নেতাকে ফের হাজিরার নির্দেশ তদন্তকারীদের।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সফরের ডিউটি সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, জখম ১০]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement