Advertisement
Advertisement
CBI summoned four officers of customs department

গরু পাচার মামলায় সিবিআইয়ের স্ক্যানারে শুল্কদপ্তরের ৪ আধিকারিক, নিজাম প্যালেসে তলব

এর আগে ওই চার আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালানো হয়।

CBI summoned four officers of customs department । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 3, 2023 1:50 pm
  • Updated:April 3, 2023 2:11 pm

অর্ণব আইচ: গরু পাচার মামলায় এবার সিবিআইয়ের স্ক্যানারে শুল্কদপ্তরের চার আধিকারিক। নিজাম প্যালেসে তলব করা হয় তাঁদের। গত ১০ বছরের ব্যাংক অ্যাকাউন্টের নথি নিয়ে হাজিরার নির্দেশ সিবিআইয়ের। এর আগে ওই চার আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালানো হয়।

সিবিআই সূত্রে খবর, ওই চার আধিকারিকরা নদিয়া এবং মুর্শিদাবাদের বাসিন্দা। সীমান্ত এলাকা দিয়ে গরু পাচারের অভিযোগ প্রসঙ্গে ওই আধিকারিকরা ঠিক কী কী তথ্য জানেন, সেই সম্পর্কে তথ্যের খোঁজে তাঁদের জেরা হয়। হিসাব বহির্ভূত কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা, সে সংক্রান্ত তথ্য সংগ্রহে অ্যাকাউন্টের নথি সঙ্গে রাখতে বলা হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘দু’টো বিয়ে করব’, বেনারসি পরেই থানায় তাণ্ডব নববধূর! ভাইরাল ভিডিও]

এর আগে গত শনিবার শুল্কদপ্তরের ওই আধিকারিকদের বাড়িতে পৌঁছয় সিবিআই। তাঁদের বাড়িতে দিনভর চলে তল্লাশি। বাড়ি থেকে প্রচুর নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়। শুল্কদপ্তরের আধিকারিকদের জেরা করে গরু পাচার মামলা সম্পর্কে বিস্ফোরক তথ্য সামনে আসবে বলেই আশা তদন্তকারীদের।

[আরও পড়ুন: ‘কেন্দ্রীয় বাহিনী চাই’, রিষড়ায় অশান্তির পর রাজ্যপাল ও শাহকে চিঠি আক্রান্ত বিজেপি বিধায়কের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement