অর্ণব আইচ: নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করল সিবিআই। সেখানে শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ ১২ জনের নাম রয়েছে। তবে সেই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম নেই।
নবম-দশম শ্রেণির শিক্ষাক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। মঙ্গলবার দুপুরে আলিপুর আদালতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। পেশ করেন চার্জশিট। সেখানে শান্তিপ্রসাদ সিনহা (এসএসসি প্রাক্তন উপদেষ্টা), সুবীরেশ ভট্টাচার্য (এসএসসি প্রাক্তন চেয়ারম্যান), অশোক কুমার সাহা (এসএসসি প্রাক্তন সহকারী সচিব), কল্যাণময় গঙ্গোপাধ্যায় (এসএসসি অ্যাডহক কমিটির প্রাক্তন সভাপতি), পর্ণা বসু (এসএসসি প্রাক্তন প্রোগ্রাম অফিসার), সমরজিৎ আচার্য (এসএসসি প্রোগ্রাম অফিসার), প্রসন্ন রায়, প্রদীপ সিং, জুঁই দাস, আজাদ আলি মির্জা, ইমাম মোমিন, রোহিত কুমার ঝাঁ-এর নাম রয়েছে।
সিবিআইয়ের এই চার্জশিটে ৬ জনকে প্রাইভেট পার্সন বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তাঁরা প্রত্যক্ষভাবে দুর্নীতিতে যুক্ত ছিলেন না। তবে এতে নাম নেই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। পরবর্তীতে সিবিআই সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করলে তাতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম থাকতে পারে বলে আশঙ্কা করছে অনেকে। উল্লেখ্য, গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় পেশ করা চার্জশিটে নাম ছিল পার্থ চট্টোপাধ্যায়ের।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠছিল। জল গড়ায় আদালত পর্যন্ত। তদন্তভার পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.