Advertisement
Advertisement
Municipal Recruitment Scam

নজরে দক্ষিণ দমদম, পুরনিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিল সিবিআই, অভিযুক্ত কারা?

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত একযোগে করছে ইডি ও সিবিআই।

CBI Submits chargesheet in municipal recruitment scam case, who are the accused

প্রতীকী ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:July 2, 2024 1:00 pm
  • Updated:July 2, 2024 2:52 pm  

অর্ণব আইচ: শুধু বিভিন্ন শিক্ষাক্ষেত্রেই নয়, রাজ্যের একাধিক পুরসভার দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থার হাতে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। সেসবের ভিত্তিতেই মঙ্গলবার পুরনিয়োগ দুর্নীতি মামলার প্রথম চার্জশিট জমা দিল সিবিআই (CBI)। আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে জমা পড়েছে চার্জশিট। তাতে বিশেষ নজর রয়েছে দক্ষিণ দমদম পুরসভার দিকে। এখানকার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের নাম রয়েছে সেই চার্জশিটে। নাম রয়েছে দুর্নীতিতে একাধিকবার ইডির (ED) জেরার মুখে পড়া অয়ন শীল।

দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়।

কী রয়েছে চার্জশিটে? সূত্রের খবর, কোভিড (COVID-19) কালে দক্ষিণ দমদম পুরসভায় মোট ২৯ জনের চাকরি বাতিল হয়েছিল। সেই চাকরি নিয়ম বহির্ভূতভাবে হওয়ায় তা বাতিল করতে বাধ্য হয়েছে বলে সিবিআই উল্লেখ করেছে। এই ২৯টি পদে চাকরি কি টাকা বিনিময়ে হয়েছিল নাকি অন্য কিছু বিনিময়ে, তা এখনও তদন্তাধীন। তবে পাচু রায় পুরসভার চেয়ারম্যান (Chairman) থাকাকালীনই এই বেনিয়মের অভিযোগ ওঠায় তাঁকে অভিযুক্ত হিসেবে দেখানো হল সিবিআইয়ের চার্জশিটে (Chargesheet)।

Advertisement

[আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্যোগে আটকে রোহিত-কোহলিরা, কবে ফিরবেন দেশে?]

সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের চার্জশিটে রয়েছেন অয়ন শীলের নাম। এই অয়ন পেশায় প্রোমোটার। তাঁর সল্টলেকের ফ্ল্যাট ও হুগলির বাড়িতে তল্লাশি চালিয়ে অনেক নথিই পাওয়া গিয়েছে, যা পুরসভার নিয়োগ সংক্রান্ত বলেই জানতে পেরেছন তদন্তকারীরা। বহুবার অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বয়ান এবং উদ্ধার হওয়া নথি থেকে দুর্নীতির প্রমাণ মিলেছে বলে দাবি সিবিআই, ইডির। তাতেই ইডির হাতে গ্রেপ্তার হন অয়ন। এবার পুরনিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের দেওয়া চার্জশিটে অয়ন শীলের নাম রয়েছে। 

পুরনিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার প্রোমোটার অয়ন শীল।

[আরও পড়ুন: বেপরোয়া গতিতে নিউটাউনে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা দিয়ে উড়ে গেল গাড়ি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement