Advertisement
Advertisement

Breaking News

সারদা তদন্তে ডিসি পোর্টকে নোটিস সিবিআইয়ের, রাডারে চার ব্যবসায়ী

রাজীবের খোঁজে শহরের চার ব্যবসায়ী ও এক ট্রাভেল এজেন্টকে জেরা সিবিআইয়ের৷

CBI served notice to Kolkata's DC port on Sarada scam
Published by: Tanujit Das
  • Posted:September 22, 2019 11:41 am
  • Updated:September 22, 2019 11:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারদা কাণ্ডের তদন্তে এবার ডিসি পোর্ট ওয়াকার রাজাকে নোটিস পাঠাল সিবিআই৷ সূত্রের খবর, শনিবার এই আইপিএস অফিসারকে নোটিস পাঠান হয়েছে৷ কয়েক বছর আগে শুল্ক দপ্তরের সঙ্গে সিআইডি-র যে বৈঠক হয়েছিল, সেই নির্দিষ্ট বৈঠকের ফাইল চেয়ে পাঠিয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা৷ পাশাপাশি চাওয়া হয়েছে আরও কিছু ফাইল৷

[ আরও পড়ুন: ফের ধাক্কা রাজীব কুমারের, আগাম জামিনের আবেদন খারিজ আলিপুর আদালতেও ]

Advertisement

আইপিএস মহল সূত্রে খবর, যে বৈঠকের কথা নোটিসে উল্লেখ করেছেন সিবিআই অফিসাররা, সেই সময় সিআইডি বিভাগে একটি শীর্ষ পদে বহাল ছিলেন, বর্তমানে ডিসি পোর্টের পদে আসীন ওয়াকার রাজা৷ এবং উক্ত বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি৷ সেই গুরুত্বপূর্ণ বৈঠকের ফাইল ডিসি পোর্টের কাছে চেয়ে পাঠিয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা৷ ওই ফাইল থেকে সারদা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা৷ যদিও তিনি কোনও নোটিস পাননি বলে, জানিয়েছেন ওয়াকার রাজা৷ তিনি জানান, বর্তমানে ছুটিতে রয়েছেন৷ সিবিআইয়ের কোনও নোটিস পাননি৷ এবং যে বৈঠকের কথা বলা হচ্ছে, সেই বৈঠকের বিষয়েও কিছু জানেন না৷

[ আরও পড়ুন: আবার পুজোর উদ্বোধনে কমরেড তন্ময়! অস্বস্তিতে আলিমুদ্দিন ]

পাশাপাশি, রাজীব কুমার তদন্তে এক ট্রাভেল এজেন্ট ও শহরের চার ব্যবসায়ীকে জেরা করল সিবিআই৷ শনিবার এদের প্রত্যেককে জেরা করা হয়৷ সূত্রের খবর, তদন্তে সিবিআই জানতে পেরেছেন, শহরের কয়েকজন ব্যবসায়ী বকলমে রাজীব কুমারকে সাহায্য করেছেন৷ একদিকে আর্থিক ভাবে গোয়েন্দা প্রধানকে যেমন সাহায্য করছেন তাঁরা, তেমনই রাজীব কুমারকে গা ঢাকা দেওয়ার ব্যবস্থাও করে দিচ্ছেন৷ একই ভাবে মামলার জন্য রাজীব কুমারের হয়ে আইনজীবীর বেতনও দিচ্ছেন এই ব্যবসায়ীরাই৷ সেজন্য বর্তমানে সিবিআই রাডারে রয়েছে শহরের বেশ কয়েকজন ব্যবসায়ী৷ এছাড়া শনিবার রাজীব কুমারের ট্রাভেল এজেন্টকেও জেরা করেছেন তদন্তকারীরা৷ তাঁদের অনুমান, রাজীবের গা ঢাকা দেওয়ার সঙ্গে, ওই ব্যক্তির যোগ থাকতে পারে৷ সূত্রের খবর, রবিবার আরও একবার এদের জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআইয়ের তদন্তকারীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement