Advertisement
Advertisement
CBI

কয়লা কাণ্ডে ধৃত বিকাশ মিশ্রের শারীরিক অবস্থা কী? তথ্য চেয়ে হাসপাতালকে চিঠি সিবিআইয়ের

গ্রেপ্তারির পর ফের অসুস্থ হওয়ায় তাঁকে ভরতি করা হয়েছে হাসপাতালে।

CBI seeks report of Bikash Mishra from Hospital | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 17, 2021 11:36 am
  • Updated:December 17, 2021 11:53 am  

সুব্রত বিশ্বাস: এবার কয়লা কাণ্ডে ধৃত বিকাশ মিশ্রের (Bikas Mishra) শারীরিক অবস্থা জানতে একাধিক জায়গায় চিঠি পাঠাল সিবিআই। সেখান থেকে পাওয়া তথ্য পরবর্তী শুনানির দিন আদালতের সামনে তুলে ধরা হবে বলে খবর। বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ধৃত বিকাশ।

দীর্ঘদিন ধরে কয়লা কাণ্ডে তল্লাশি চালাচ্ছে ইডি ও সিবিআই (CBI)। গত সপ্তাহে বিনয় মিশ্রের ভাই বিকাশকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর তাঁকে তোলা হয়েছিল আসানসোলের সিবিআই আদালতে। তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওইদিনই অসুস্থ হয়ে পড়েন বিকাশ। ওইদিন রাতেই তাঁকে বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

Advertisement

[আরও পড়ুন: KMC Election: ভ্রাতৃবধূ কাজরীকে পাশে নিয়ে নির্বাচনী প্রচারে মমতা, ভাবী কাউন্সিলরদের বুঝিয়ে দিলেন কর্তব্য]

কিন্তু ঠিক কী সমস্যার কারণে জেল থেকে তাঁকে ভরতি করা হয় হাসপাতালে? কেমন আছেন কয়লা পাচার কাণ্ডে ধৃত বিকাশ? তাঁর শারীরিক অবস্থা ঠিক কী? এহেন একাধিক প্রশ্নের উত্তর চেয়ে হাসপাতাল ও সংশোধনাগারে চিঠি পাঠিয়েছে সিবিআই। জানা গিয়েছে, আগামী ২২ তারিখ ফের মামলার শুনানি। সেইদিনই বিকাশের শারীরিক অবস্থার যাবতীয় তথ্য আদালতে জানাতে হবে সিবিআইকে।

প্রসঙ্গত, গত মাসে কয়লা কাণ্ডে বড়সড় পদক্ষেপ করে ইডি-ও। অনুপ মাজি ওরফে লালা, বিনয় ও বিকাশ মিশ্রের প্রায় সাড়ে ৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে রয়েছে বাড়ি, গাড়ি ও জমিও। চলতি বছরের শুরুতে কয়লা (Coal scam) ও গরু পাচার (Cattle smuggling) কাণ্ডের কিনারায় সিবিআইয়ের তৎপরতা দেখে অভিযুক্ত ব্যবসায়ী বিনয় মিশ্র বাংলা ছেড়ে মুম্বই হয়ে পালিয়ে যান দুবাইয়ে। এরপর একাধিকবার ভিনদেশের পাসপোর্ট ব্যবহার করেই গা ঢাকা দেন তিনি। 

[আরও পড়ুন: COVID-19 Update: ফের রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৬০]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement