Advertisement
Advertisement
SSC Scam

SSC দুর্নীতির ‘মিডলম্যান’ প্রসন্নর আরও সম্পত্তির হদিশ, নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি সিবিআইয়ের

কারা সেখানে আসা-যাওয়া করত তাও জানতে চেয়েছে সিবিআই কর্তারা।

CBI Searched another flat allegedly owned by SSC Middleman | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 31, 2022 3:52 pm
  • Updated:August 31, 2022 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Scam) মিডলম্যান প্রসন্ন রায়ের আরও সম্পত্তির হদিশ। বুধবার সকালে নিউটাউনের মহিষবাথানের অভিজাত আবাসনের এক ফ্ল্যাট হানা দেয় সিবিআই (CBI)। প্রায় তিন ঘণ্টা চলে তল্লাশি। কার নামে কার থেকে কেনা হয়েছে ফ্ল্যাট, প্রসন্নর নামে কেনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে সিবিআই।

এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ মহিষবাথানের অভিজাত আবাসনের গেটে পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা। ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীর সঙ্গে বেশকিছুক্ষণ কথা বলেন। সঙ্গে ছিলেন সিআরপিএফ আধিকারিকরা। যাতে তল্লাশি চালানোর সময় সিবিআইকে বাধার মুখে না পড়তে হয়। এদিকে ফ্ল্যাটের চাবির জন্য প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেন তদন্তকারীরা। পরে মাস্টার কি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢোকেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: ‘কীভাবে ইডি বলছে অসহযোগিতা করছি?’, ভারচুয়াল শুনানিতে জামিনের আবেদন পার্থর]

সেখানে ডিজাইনিংয়ের কাজ চলছিল। সেখানে প্রায় তিন ঘণ্টা তল্লাশি চলে। ফ্ল্যাট থেকে কোনও নথি মিলেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, প্রসন্ন রায় নয়, ফ্ল্যাটটি কেনা হয়েছিল তাঁর এক ঘনিষ্ঠের নামে। কারা সেখানে আসা-যাওয়া করত তাও জানতে চেয়েছিল সিবিআই কর্তারা।

উল্লেখ্য, রংমিস্ত্রি থেকে শিল্পপতি। তাঁর উত্থান হার মানাবে অত‌্যাধুনিক প্রযুক্তির সুপারসনিক জেটকেও। এহেন প্রসন্ন রায়ের (Prasanna Roy) উল্কার গতিতে উত্থানের সাক্ষী তাঁর দ্বিতীয় স্ত্রী নীলিমা মঙ্গল। এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC scam) প্রসন্নর গ্রেপ্তারির পর থেকেই বিভিন্ন সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। জানা গিয়েছে, হাওড়ার গাদিয়াড়ার পাশাপাশি সুন্দরবনেও প্রায় ৫০ কোটি টাকার দু’টি হোটেলের মালিক প্রসন্ন। দ্বিতীয় বিয়ের পর স্ত্রী নীলিমাকে বিলাসবহুল হোটেল দুটি উপহার দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, সুন্দরবনে পর্যটন ব‌্যবসা পোক্ত করার জন‌্য তিনটি বিলাসবহুল জলযানও কিনেছিলেন তিনি। এইসব তথ‌্যই পৌঁছেছে সিবিআই ও ইডির কাছে। মনে করা হচ্ছে, নিয়োগের জন্য নেওয়া ঘুষের টাকায় একের পর এক সম্পত্তি কেনা হয়েছে। প্রসন্ন আর কোন কোন সম্পত্তি রয়েছে, তা জানতেই তল্লাশি চালাচ্ছে সিবিআই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement