Advertisement
Advertisement
SSC

SSC নিয়োগ মামলা: FIR করল সিবিআই, প্রোগ্রাম অফিসারকেও হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে

মামলার শুনানি আপাতত ২৭ এপ্রিল পর্যন্ত মুলতবি রাখা হল।

CBI registers FIR in SSC case | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 6, 2022 3:54 pm
  • Updated:April 6, 2022 4:01 pm  

গোবিন্দ রায়: এসএসসি (SSC Case) নিয়োগে বেনিয়ম মামলায় এফআইআর দায়ের করল সিবিআই। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে তারা। পাশাপাশি এদিন এই মামলার পক্ষ হিসেবে যোগ করা হয়েছে তৎকালীন প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্যকে। আজ সন্ধের মধ্যেই তাঁকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে। মামলার শুনানি আপাতত ২৭ এপ্রিল পর্যন্ত মুলতবি রাখা হল।

বিচারপতির নির্দেশ, আজই সন্ধে ৬ টার মধ্যে সিবিআইয়ের (CBI) সামনে হাজিরা দিতে হবে সমরজিৎ আচার্যকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর সিবিআই প্রয়োজন মনে করলে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারে। এদিন আদালতে শান্তিপ্রসাদ সিনহা তাঁর আইনজীবী মারফত জানান, “আমাকে যখন ডাকবে আমি তখনই যাব। পুলিশকে নিয়ে যাওয়ার দরকার পড়বে না। আমি সবরকম সহযোগিতা করব।”

Advertisement

[আরও পড়ুন: ফি বকেয়া থাকলেও আটকানো যাবে না পড়ুয়াদের মার্কশিট, বেসরকারি স্কুলকে নির্দেশ হাই কোর্টের]

এর পরই পুলিশের উদ্দেশে আদালতের নির্দেশ, শান্তিপ্রসাদ সিনহাকে নিজাম প্যালেসে হাজির করানোর জন্য সার্ভে পার্ক থানার কোনও পদক্ষেপ করার দরকার নেই। এদিকে আজকে সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে হাজির হয়ে সিবিআই জেরার সম্মুখীন হতে হবে উপদেষ্টা কমিটির আরেক সদস্য অলোককুমার সরকারকে।

শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদের রিপোর্ট কলকাতা হাই কোর্টে পেশ করে সিবিআই। সেই রিপোর্ট হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে গচ্ছিত থাকবে। মামলার শুনানি আপাতত ২৭ এপ্রিল পর্যন্ত মুলতুবি রইল।

প্রসঙ্গত, ৯৮ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির দিকে আঙুল উঠেছে। কমিটির প্রধান এসপি সিনহা-সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। এদিন এক নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, “সিবিআই যদি মনে করে, তাহলে শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক তদন্তকারীরা।” এবার সেই নির্দেশের উপরই ফের ‘রক্ষাকবচ’ পেয়েছিলেন এসপি সিনহা। এবার তাঁকে হাজির করাতে পুলিশকে তৎপর হতে হবে না, বলে জানিয়ে দিল আদালত। 

[আরও পড়ুন: ‘শুভেন্দু যত মুখ খুলবে তত তৃণমূলের লাভ’, তীব্র আক্রমণ কুণাল ঘোষের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement