Advertisement
Advertisement
CBI

সাতসকালে সন্দীপের বাড়িতে সিবিআই, দেড় ঘণ্টা অপেক্ষার পর খুলল দরজা!

আর জি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ ও আরেক চিকিৎসক দেবাশিস সোমের কেষ্টপুরের বাবাড়িতেও হানা দিয়েছে সিবিআই।

CBI raids at Sandip Ghosh's house at Beleghata
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 25, 2024 8:45 am
  • Updated:September 3, 2024 7:49 pm

অর্ণব আইচ: সাতসকালে আর জি করের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা। এদিন সাড়ে ৬ টা নাগাদ নাগাদ আধিকারিকরা তাঁর বেলেঘাটার বাড়িতে যান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পর বের হন সন্দীপ। ঘড়ির কাঁটায় ৮ টা বেজে ৬ মিনিট নাগাদ দরজা খোলেন। ভিতরে প্রবেশ করেন আধিকারিকরা। পাশাপাশি আর জি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ ও আরেক চিকিৎসক দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই।

 

Advertisement

আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই নজরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ভুরিভুরি। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তভার হাতে পেয়েছে সিবিআই। এর পরই রবিবার সকাল সাড়ে ৬ টা নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ডাকাডাকির পর সন্দীপ বের হন। প্রথমেই বাইরের দরজার ফাঁক থেকে আধিকারিকদের সঙ্গে কথা বলে ভিতরে চলে যান। এর পর দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করেন আধিকারিকরা। এর পর এক পর্যায়ে স্থানীয় থানায় যায় সিবিআই। দরজা না খুললে কীভাবে প্রবেশ করা হবে, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়।

[আরও পড়ুন: নজরে ছাত্র আন্দোলন, ২৭-এ ‘নিশ্ছিদ্র দুর্গ’ নবান্ন, নিরাপত্তার দায়িত্বে ৯৭ উচ্চপদস্থ পুলিশ কর্তা]

এরই মাঝে ৮ টা বেজে ৬ নাগাদ সন্দীপ ঘোষ দরজা খোলেন। প্রথমে ৭ জন সিবিআই আধিকারিক ভিতরে যান। পরে ঢোকেন আরও একজন। এদিন মোট ১৫ জায়গায় হানা দেয় সিবিআই। তার মধ্যে রয়েছে আর জি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের দুটি বাড়ি, ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম। এই হানায় কী তথ্য উঠে আসছে সেদিকেই নজর সকলের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement