Advertisement
Advertisement
CBI Raid

ফের অ্যাকশনে সিবিআই, সল্টলেকের ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান

সূত্রের দাবি, মোট ৫ জায়গায় তল্লাশি করা হচ্ছে।

CBI Raid at Businessman home in Salt lake

এই বাড়িতেই চলছে সিবিআই তল্লাশি। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:March 26, 2025 12:00 pm
  • Updated:March 26, 2025 12:03 pm  

বিধান নস্কর, বিধাননগর: শহরে ফের অ্যাকশনে সিবিআই। এবার সল্টলেকের এক ব্যবসায়ীর বাড়িতে চলছে অভিযান। অভিযোগ, বেটিং অ্যাপ চক্রের সূত্র ধরেই এই অভিযান। তবে ব্যবসায়ী ও তাঁর ছেলের বিরুদ্ধে ব্যাংক ঋণের নামে প্রতারণার অভিযোগও রয়েছে। সূত্রের দাবি, মোট ৫ জায়গায় তল্লাশি করা হচ্ছে।

সল্টলেকের AE ব্লকের বাসিন্দা ব্যবসায়ী সুরজ চোখানিয়া। তিনি এবং তাঁর ছেলের বিরুদ্ধে বেটিং অ্যাপ চক্রে জড়িত থাকার অভিযোগ উঠেছিল আগেই। সেই সূত্র ধরে গত বছর তাঁদের বাড়িতে ইডি হানা দিয়েছিল। দীর্ঘক্ষণ তল্লাশি চললেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এদিন সকালেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়িটি ঘিরে ফেলে। শুরু হয় সিবিআই তল্লাশি। সূত্রের দাবি, ব্যবসার নামে ব্যাঙ্ক থেকে বিপুল ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ রয়েছে বাবা-ছেলের বিরুদ্ধে। তল্লাশি চলাকালীন বাবা বাড়িতে থাকলেও ছেলের খোঁজ মেলেনি। দুপুর পর্যন্ত তল্লাশি চলছে।

Advertisement

জানা গিয়েছে, মহাদেব অনলাইন বেটিং অ্যাপ মামলায় এদিন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। বাঘেলের পাশাপাশি এক শীর্ষ পুলিশ কর্তা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি শুরু করেছে এজেন্সি। এই তল্লাশির সঙ্গে কলকাতা সিবিআই হানার যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ছত্তিশগড়ের মহাদেব অনলাইন বেটিং অ্যাপ মামলার তদন্তে নেমে বেআইনি ভাবে আয় করা ৫৮০ কোটি টাকা ফ্রিজ করেছে ইডি। এখনও পর্যন্ত এই মামলায় ছত্তিশগড় ছাড়াও পশ্চিমবঙ্গ, মুম্বই ও দিল্লির ১৫ জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত এই মামলায় একাধিক ভিভিআইপি রাজনৈতিক নেতৃত্ব ও বলিউড অভিনেতাদের জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub