Advertisement
Advertisement
নিশীথ

‘নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই’, ফেসবুকে বিস্ফোরক প্রাক্তন বিজেপি নেতা

অভিযোগ, নারীপাচার ও চোরা কারবারে অভিযুক্ত কোচবিহারের বিজেপি প্রার্থী৷

CBI probe ordered against BJP candidate Nisith Pramanik
Published by: Tanujit Das
  • Posted:March 22, 2019 6:37 pm
  • Updated:March 22, 2019 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন গেরুয়া শিবিরের বহিষ্কৃত নেতা অশোক সরকার৷ বিজেপির শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় তুলে ফেসবুকে তিনি লিখলেন, ‘‘কোচবিহারের বিজেপি প্রার্থী নারীপাচার ও স্মাগলিং-এ অভিযুক্ত৷ এই মর্মে তদন্তের নোটিস দিয়েছিল মোদিবাবুরই সিবিআই।’’ এখানেই শেষ নয়, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশিকার প্রতিলিপিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন অশোক সরকার৷

[রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি, বুদবুদে বাজ পড়ে মৃত ২ ]

Advertisement

কেবল অশোক সরকারই নন, বৃহস্পতিবার প্রথম প্রার্থীতালিকা ঘোষণার পর রাত থেকেই গন্ডগোল শুরু হয়ে যায় কোচবিহারে৷ দলের শীর্ষ নেতৃত্বের বাছাই করা প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বিক্ষোভ দেখান জেলা বিজেপির নেতা-কর্মীরা৷ জেলার দলীয় কার্যলয়ে ভাঙচুর করেন তাঁরা৷ কার্যালয়ের সামনেই বিক্ষোভ কর্মসূচী পালন করেন৷ তাঁদের স্পষ্ট বক্তব্য, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একাধিক কুখ্যাত অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ স্মাগলিং থেকে শুরু করে গরু পাচার, নারী পাচারের মতো বেআইনি ব্যবসার সঙ্গে যোগ রয়েছে তাঁর৷ ওই জেলার বিজেপির সমর্থকদের দাবি, কোচবিহার কেন্দ্র থেকে প্রার্থী করতে হবে জেলা বিজেপির সাধারণ সম্পাদক দীপক বর্মনকে৷ নাহলে গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা৷ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দীপক বর্মনও প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন৷

[মাসুদ ইস্যুতে বিশ্বমঞ্চে মুখ পুড়েছে চিনের, মন্তব্য প্রাক্তন বায়ুসেনা প্রধানের]

পরিস্থিতি এতটাই খারাপ, বিজেপি সূত্রে খবর তা সামাল দিতে মাঠে নামতে হয়েছে বিজেপির নেতৃত্বকে৷ কোচবিহারে যাচ্ছেন রাজ্যের সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন৷ কোচবিহারের কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করবেন তিনি৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘‘একটু-আধটু ক্ষোভ হতেই পারে। অন্যদল থেকে এলে একটু মানতে অসুবিধা হয়। তবে দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত সকলকেই মানতে হবে।’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement