সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের দিনক্ষণ ঠিক করে ফেলল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর, আগামী ১০ ফেব্রুয়ারি রবিবার শিলংয়ে তলব করা হতে পারে কলকাতার পুলিশ কমিশনারকে। সেখানেই জেরা করা হতে পারে তাঁকে। এর আগে সুপ্রিম কোর্টের রায়ের পর নিজে থেকেই সিবিআইকে তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন রাজীব কুমার। ৮ ফেব্রুয়ারি তিনি শিলংয়ে গিয়ে সিবিআই আধিকারিকদের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েও ছিলেন। কিন্তু তাতে আমল না দিয়ে, নিজেদের মতো করে জিজ্ঞাসাবাদের দিন ঠিক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, রাজীব কুমার ছাড়াও বেশ কয়েকজনকে তলব করা হতে পারে। সেই তালিকায় নাম রয়েছে সারদা কর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়-সহ একাধিক পুলিশ আধিকারিক। এদের কাছ থেকে তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে রাজীব কুমারকে। এদিকে, কলকাতার পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করার জন্য রণকৌশল ঠিক করতে জন্য সিজিও কমপ্লেক্সে বৈঠক করেছেন সিবিআইয়ের ইস্টার্ন জোনের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। জিজ্ঞাসাবাদের জন্য ১০ জন দুঁদে আধিকারিকের তালিকা তৈরি করা হয়েছে বলেও সূত্রের খবর। দলের সামনের সারিতে থাকছেন এসপি পদমর্যাদার অফিসাররা। থাকবেন ডিএসপি এবং এএসপি পদমর্যাদার আধিকারিক।নবগঠিত বিশেষ দলটির নেতৃত্ব দিতে পারেন খোদ পূর্বাঞ্চলীয় অধিকর্তা তথা সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। এই আধিকারিকদের দল আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত শিলংয়েই থাকবে। প্রাথমিকভাবে ২০০টি প্রশ্ন তৈরি করা হয়। তার থেকে বাছাই করে ১০০টি প্রশ্ন তৈরি করেছেন তদন্তকারী আধিকারিকরা। তার মধ্যেও মূল ২০ থেকে ২৫টি প্রশ্নের উত্তর পেতে মরিয়া তদন্তকারীরা। ২০ তারিখ পর্যন্ত দফায় দফায়, একেক জনের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে রাজীব কুমারকে।
[রাজীব কুমারকে জেরার প্রস্তুতি, প্রশ্নপত্র তৈরি সিবিআইয়ের]
প্রাথমিকভাবে ২০০টি প্রশ্ন তৈরি করা হয়। তার থেকে বাছাই করে ১০০টি প্রশ্ন তৈরি করেছেন তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশ ঘোষণার পরই রাজীব কুমারকে জেরা করার প্রস্তুতি নিতে শুরু করেছে সিবিআই। লিগাল সেলের আধিকারিকদের সঙ্গে কথা বলেই, চূড়ান্ত করা হয়েছে প্রশ্নপত্র।এদিকে, মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে হাজির থাকার জন্য নতুন করে রাজ্যের পাঁচ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।এদের মধ্যে রয়েছেন ডিজি বীরেন্দ্র, বিধাননগর পুলিশ কমিশনারেটের এডিজি বিনীত কুমার,
কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা এবং বিধাননগর পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.