ফাইল ছবি
নিরুফা খাতুন: নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত নিয়ে কেন্দ্রীয় এজেন্সির ওপর বিরক্তি প্রকাশ করলেন বিচারক। অভিযুক্তদের জামিনের আবেদন নিয়ে প্রশ্ন তোলায় সিবিআইয়ের কৌঁসুলিকে পালটা ধমক দিয়ে বিচারক বলেন, “আপনাদের ভুল ধরলে কেঁদে কূল পাবেন না। আমাকে বোকা ভাববেন না।”
এই মামলায় ইতিমধ্যে অভিযুক্ত নীলাদ্রি দাসকে জামিন দিয়েছে আদালত। এদিন শনিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে ভারপ্রাপ্ত বিচারক অপর্ণ চট্টোপাধ্যায়ের এজলাসে পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, বাকি অভিযুক্তদের পেশ করা হয়। এদিন শুনানির শুরুতে অভিযুক্ত এজেন্ট চন্দন মণ্ডলকে যে কোনও শর্তে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করতে গিয়ে বলেন, “একই কারণ দেখিয়ে বারবার জামিনের আরজি করছে। নতুন কোনও কারণ দেখাতে পারছে না।”
একই কারণ দেখিয়ে বারবার জামিনের আবেদন করা নিয়ে ভুল কিছু দেখছে না আদালত। পালটা সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বলেন, “আপনারা তো নানা কথা বলতে থাকেন। আপনাদের ভুল যদি ধরা হয়, তা হলে কেঁদে কূল পাবেন না।” এরপরই এই মামলায় তদন্তে কী অগ্রগতি হয়েছে? শেষ ক’দিনে তদন্তে নতুন কী পেয়েছেন? তা জানতে চান বিচারক। তাঁর মন্তব্য, “কেস ডায়েরিটা দেখুন। আমাকে বোকা ভাববেন না। কেন আদালতের সময় নষ্ট করছেন?” তদন্তের গতি নিয়ে সিবিআইয়ের আইনজীবী এদিন একটি সিডি আদালতে জমা দিয়েছেন। সিবিআইকে ভর্ৎসনা করলেও এদিন জামিন মঞ্জুর করেননি বিচারক। ৮ সেপ্টেম্বর পার্থর জামিনের শুনানি হবে। ১৫ সেপ্টেম্বর এই মামলায় অভিযুক্তদের আদালতে ফের পেশ করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.