অর্ণব আইচ: চতুর্থবারেও মিলল না কন্ঠস্বরের নমুনা। বুধবার ফের অসুস্থতার অজুহাতে আদালতে হাজিরা এড়ালেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এদিন ফের প্রেসিডেন্সি জেলের তরফে আদালতে জানানো হয়, সুজয়কৃষ্ণ অসুস্থ। এখনই তাঁকে সশরীরে পেশ করার মতো পরিস্থিতি নেই। এদিকে ভারচুয়াল শুনানিতে কন্ঠস্বর রেকর্ড সম্ভব নয়। ফলে এদিনও খালিহাতেই ফিরতে হল সিবিআইকে।
গ্রেপ্তারির পর থেকে একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুজয়কৃষ্ণ। গত ২০ জানুয়ারি সেখান থেকে ছুটি পেয়ে আবার তিনি জেলে ফেরেন। তারপর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। এরই মাঝে বুধবার তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা ছিল সিবিআইয়ের। কিন্তু এদিনও আদালতে হাজিরা দিলেন না সুজয়কৃষ্ণ।
বুধবার প্রেসিডেন্সি জেলের তরফে রিপোর্ট পাঠানো হয় আদালতে। সেখানে জানানো হয়, সুজয়কৃষ্ণ ভদ্র বর্তমানে জেল হাসপাতালে চিকিৎসাধীন। বেসরকারি হাসপাতাল থেকে ফেরার পর ফের তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছিল। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই পরিস্থিতিতে হাজিরা দিতে পারবেন না কাকু। ফলে পিছিয়ে গেল নমুনা সংগ্রহের প্রক্রিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.