Advertisement
Advertisement

Breaking News

Waqf

মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তিতে NIA তদন্তের দাবি, হাই কোর্টে দায়ের মামলা

আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা।

Case filed in High Court demanding NIA probe into Murshidabad Waqf unrest

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 16, 2025 11:32 am
  • Updated:April 16, 2025 12:03 pm  

গোবিন্দ রায়: ওয়াকফ আইন প্রত্য়াহারের দাবিতে রীতিমতো উত্তাল মুর্শিদাবাদ-সহ রাজ্যের বেশ কয়েকটি একাংশ। আক্রান্ত বহু পরিবার। এই পরিস্থিতিতে গোটা ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদে আক্রান্তদের পরিবারের সদস্যরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা।

ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদের নামে মুর্শিদাবাদে গুন্ডামি চলছে বলে অভিযোগ। অগ্নিগর্ভ হয়ে উঠেছে নবাবের জেলা। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। প্রাণ যায় তিনজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাত থেকে নেমেছে বিএসএফ। কলকাতা হাই কোর্টের নির্দেশে শনিবার রাত থেকে আধা সেনাও নামানো হয়। লাগাতার অশান্তির জেরে একাধিক গ্রাম ছেড়ে পালিয়েছে বহু পরিবার। তাদের মধ্যে অধিকাংশই মহিলা। ঘরহারা পরিবারগুলি আশ্রয় নিয়েছে পড়শি জেলা মালদহের বৈষ্ণবনগরের বিভিন্ন স্কুলে। এই পরিস্থিতিতে এবার অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে দায়ের হল মামলা।

Advertisement

জামা গিয়েছে, সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ-সহ একাধিক এলাকায় বেশ কয়েকজন বাসিন্দা মামলা করেছেন। তাঁদের বক্তব্য, তাঁদের বাড়িতে বোমা মারা হয়েছে। তারা আক্রান্ত হয়েছেন। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলেই বলেই অভিযোগ। এসপিকে মেল করেও কোনও জবাব পাওয়া যায়নি বলেই দাবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement