শুভঙ্কর বসু: দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান ও পুরোহিত ভাতা প্রদানের রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। আগামী বুধবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই দুটি বিষয় একত্রে শুনানি হবে। তার আগে পুরোহিত ভাতা দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কিসের ভিত্তিতে রাজ্য সরকার পুরোহিত ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে তা হলফনামায় উল্লেখ করতে হবে।
ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মের নামে এভাবে সরকার কোনও অনুদান দিতে পারে না। এটি সংবিধানবিরোধী। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্ত। তাঁর আইনজীবী শামিম আহমেদ জানিয়েছেন, সরকারি অর্থে দুর্গাপুজোয় অনুদান এবং পুরোহিত ভাতা দু’টিই সংবিধান বিরোধী। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কোনও সরকার এ কাজ করতে পারে না।
এর আগে ২০১৮ সালে একই ভাবে দুর্গাপূজায় সরকারি অনুদান নিয়ে মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। তখন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষে নয়, মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে’র আওতায় ক্লাব গুলিকে টাকা দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। যেখানে পুলিশের মাধ্যমে ক্লাবগুলিকে ওই টাকা প্রদানের নির্দেশ দেয় শীর্ষ আদালত। মামলাকারী সৌরভ দত্তর বক্তব্য, ধর্মাচারের জন্য এভাবে কোন সরকার অর্থ দিতে পারে না। পাশাপাশি মহামারী পরিস্থিতির কথা সরকারের মাথায় রাখা উচিত ছিল। এছাড়াও পুরোহিত ভাতার মতো ইমাম ভাতা প্রদান নিয়েও এর আগে মামলা দায়ের হয়েছিল। ওই মামলার পরই ইমামদের ওয়াকফ বোর্ডের মাধ্যমে ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.