সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি জামিন অযোগ্য ও আরেকটি জামিন যোগ্য ধারায় মামলা রুজু করলেন শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার তদন্তকারী আধিকারিক৷ গত সোমবার শিলিগুড়ির বাসিন্দা অর্ণব সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি আদালতে শ্রীজাতর বিরুদ্ধে জামিন অযোগ্য ২৯৫(এ) ও আইটি অ্যাক্ট-এর ৬৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ জামিন অযোগ্য ধারাটির ক্ষেত্রে প্রয়োজনে পুলিশ শ্রীজাতকে গ্রেপ্তার করতে পারে৷ সেক্ষেত্রে অভিযুক্তের তিন বছরের কারাদন্ডের সাজা হতে পারে৷ নিজের ফেসবুক প্রোফাইলে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতায় ‘ধর্মীয় ভাবাবেগ ক্ষুণ্ণ হয়েছে’ বলে অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয় গত পরশু৷
ফেসবুকে ‘অভিশাপ’ শিরোনামের কবিতায় শ্রীজাত লিখেছেন, “আমাকে ধর্ষণ করবে যদ্দিন কবর থেকে তুলে– কন্ডোম পরানো থাকবে, তোমার ওই ধর্মের ত্রিশূলে!” গত সোমবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এ নিয়েই অভিযোগ দায়ের করেন বাগডোগরা কলেজের হিসাবশাস্ত্রের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্ণব সরকার৷ হিন্দু সংহতি মঞ্চের সদস্য অর্ণবের অভিযোগ, শ্রীজাতর কবিতাটির ভাষা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে৷ অভিযোগপত্রে অর্ণব বলেছেন, যে কবিতাটি শ্রীজাত পোস্ট করেছেন, তাতে কুরুচিপূর্ণ শব্দ চয়ন করা রয়েছে৷ এতে তিনি ব্যথিত৷ এ ধরনের পোস্ট ভারতীয় সংবিধান স্বীকৃত ধর্মাচরণের অধিকার ক্ষুণ্ণ করার গভীর চক্রান্ত৷ কবিতাটি ‘কুরুচিপূর্ণ’৷
তবে শ্রীজাত জানিয়েছেন, “আমি যখন বিরোধিতা করি তখন কবিতার মাধ্যমে করি৷ আগামী দিনেও করব৷ ভারতের মতো বৃহত্ গণতান্ত্রিক দেশে সকলেরই বাক-স্বাধীনতা আছে৷ যিনি অভিযোগ করেছেন, তিনি বিষয়টি অন্যভাবে দেখছেন৷ এটা দুর্ভাগ্যজনক ও হাস্যকর৷” অন্যদিকে অভিযোগকারী ছাত্রের বক্তব্য, “কুরুচিপূর্ণ শব্দচয়নের মাধ্যমে শ্রীজাত প্রত্যেক হিন্দুর ভাবমানসে চরম আঘাত হেনেছেন৷ হিন্দু সমাজের অংশ হিসাবে আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি৷” পাশাপাশি ওই কবিতায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে বলেও অভিযোগ৷ এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, “উনি সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে বলেছেন৷ একজন সন্ন্যাসী ও মুখ্যমন্ত্রীকে অপমান করাটা কাম্য নয়৷ ব্যক্তিগতভাবে কেউ আইনের পথে গিয়ে অভিযোগ জানাতেই পারেন৷” তাঁর বক্তব্য, “বামপন্থী-ধর্মনিরপেক্ষ মনোভাবাপন্ন লোকেরা চিরকাল বিতর্কই সৃষ্টি করেন৷ বিতর্কিত কিছু করে প্রচারের আলোয় থাকতে চাইছেন৷” শিলিগুড়িতে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘‘শ্রীজাত কবির ভাষাতেই প্রতিবাদ করেছেন৷ বিজেপি কণ্ঠরোধের চেষ্টা করছে৷” শ্রীজাতর পাশে দাঁড়িয়ে মিছিলও করে বামেরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.