সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে অপমান করার অভিযোগ বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও এক প্রযোজকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন কংগ্রেস নেতা রাজীব সিনহা৷ মঙ্গলবার সকালে গিরিশ পার্ক থানায় নিজের অভিযোগ দায়ের করেন ওই কংগ্রেস নেতা৷ অভিযোগ পত্রে বলা হয়েছে, ওই ওয়েব সিরিজে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শাসনকালকে৷ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দেখানো হয়েছে বিভিন্ন বিতর্কিত বিষয় এবং করা হয়েছে তার ভুল ব্যাখ্যা৷
[লোকসভার আগে লাগাতার রাজ্য সফরে মোদি-শাহ জুটি]
চারদিন আগেই নেটফ্লিক্সে রিলিজ করেছে “Sacred Games” নামক একটি ক্রাইম-থ্রিলার ওয়েব সিরিজ৷ যা পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানে৷ সেখানেই তুলে ধরা হয়েছে কংগ্রেস সরকারের শাসনকালের একাধিক বিতর্কিত বিষয়কে৷ তুলে ধরা হয়েছে মুম্বইয়ের অপরাধ জগতকে৷ পাশাপাশি, উল্লেখ রয়েছে ইন্দিরা গান্ধীর শাসনে জারি করা জরুরি অবস্থার৷ ছাপ রয়েছে, বোফর্স কেলেঙ্কারি ও ১৯৮৫-এর শাহ বানো কাণ্ডের৷ সেখানেই দেখানো হয়েছে এই ঘটনায় কীভাবে নাম জড়িয়েছে রাজীব গান্ধীর৷ এমনকি এই ওয়েব সিরিজে প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ৷
[ধর্ষণে অভিযুক্ত হয়েও সাত পাকে বাঁধা পড়লেন মিমো]
প্রদেশ কংগ্রেসের নেতা রাজীব সিনহা জানিয়েছেন, ওয়েব সিরিজটিতে রাজীব গান্ধীকে এমন ভাবে দেখানো হয়েছে যেন, একজন মহিলার অধিকারের ঊর্ধ্বে উঠে রাজনীতিকেই প্রাধান্য দিয়েছেন তিনি৷ বলা হয়েছে, সেই সময় হিন্দুদের রোষের মুখ থেকে বাঁচার জন্য, প্রতি রবিবার করে টিভিতে রামায়ণ দেখানো শুরু করেছিল তৎকালীন কংগ্রেস সরকার৷ সেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকির মুখ দিয়ে রাজীব গান্ধীর বিষয়ে কু-মন্তব্য করানো হয়েছে বলেও নিজের অভিযোগ পত্রে উল্লেখ করেছেন কংগ্রেস নেতা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.