Advertisement
Advertisement
Sacred Games

রাজীব গান্ধীকে অপমানের অভিযোগ, কাঠগড়ায় ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’

গিরিশ পার্ক থানায় অভিনেতা নওয়াজউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের।

Case filed against Netflix’s ‘Sacred Games for ‘insulting’ Rajiv Gandhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 10, 2018 6:23 pm
  • Updated:April 8, 2019 12:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে অপমান করার অভিযোগ বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও এক প্রযোজকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন কংগ্রেস নেতা রাজীব সিনহা৷ মঙ্গলবার সকালে গিরিশ পার্ক থানায় নিজের অভিযোগ দায়ের করেন ওই কংগ্রেস নেতা৷ অভিযোগ পত্রে বলা হয়েছে, ওই ওয়েব সিরিজে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শাসনকালকে৷ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দেখানো হয়েছে বিভিন্ন বিতর্কিত বিষয় এবং করা হয়েছে তার ভুল ব্যাখ্যা৷

[লোকসভার আগে লাগাতার রাজ্য সফরে মোদি-শাহ জুটি]

Advertisement

চারদিন আগেই নেটফ্লিক্সে রিলিজ করেছে “Sacred Games” নামক একটি ক্রাইম-থ্রিলার ওয়েব সিরিজ৷ যা পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানে৷ সেখানেই তুলে ধরা হয়েছে কংগ্রেস সরকারের শাসনকালের একাধিক বিতর্কিত বিষয়কে৷ তুলে ধরা হয়েছে মুম্বইয়ের অপরাধ জগতকে৷ পাশাপাশি, উল্লেখ রয়েছে ইন্দিরা গান্ধীর শাসনে জারি করা জরুরি অবস্থার৷ ছাপ রয়েছে, বোফর্স কেলেঙ্কারি ও ১৯৮৫-এর শাহ বানো কাণ্ডের৷ সেখানেই দেখানো হয়েছে এই ঘটনায় কীভাবে নাম জড়িয়েছে রাজীব গান্ধীর৷ এমনকি এই ওয়েব সিরিজে প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ৷

[ধর্ষণে অভিযুক্ত হয়েও সাত পাকে বাঁধা পড়লেন মিমো]

প্রদেশ কংগ্রেসের নেতা রাজীব সিনহা জানিয়েছেন, ওয়েব সিরিজটিতে রাজীব গান্ধীকে এমন ভাবে দেখানো হয়েছে যেন, একজন মহিলার অধিকারের ঊর্ধ্বে উঠে রাজনীতিকেই প্রাধান্য দিয়েছেন তিনি৷ বলা হয়েছে, সেই সময় হিন্দুদের রোষের মুখ থেকে বাঁচার জন্য, প্রতি রবিবার করে টিভিতে রামায়ণ দেখানো শুরু করেছিল তৎকালীন কংগ্রেস সরকার৷ সেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকির মুখ দিয়ে রাজীব গান্ধীর বিষয়ে কু-মন্তব্য করানো হয়েছে বলেও নিজের অভিযোগ পত্রে উল্লেখ করেছেন কংগ্রেস নেতা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement