Advertisement
Advertisement

Breaking News

Raj Bhawan

‘১৪৪ ধারা থাকা সত্ত্বেও কীভাবে রাজভবনের সামনে ধরনা?’, তৃণমূলের কর্মসূচি নিয়ে জল গড়াল হাই কোর্টে

মামলা দায়েরের অনুমতি দিল হাই কোর্ট।

Case at Calcutta High Court on TMC dharna at Raj Bhawan | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 9, 2023 12:29 pm
  • Updated:October 9, 2023 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের রাজভবন অভিযানের জল গড়াল কলকাতা হাই কোর্টে। ওই এলাকায় ১৪৪ ধারা থাকা সত্ত্বেও কীভাবে ধরনা? এই প্রশ্ন তুলে হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সূর্যনীল দাস। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে মামলা দায়েরের অনুমতি আদালতের।

 দিল্লি থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো ৫ অক্টোবর রাজভবন যান তৃণমূলের নেতা-কর্মীরা। নেতৃত্বে ছিলেন অভিষেক। তবে ঘটনাচক্রে সেদিন সকালেই উত্তরবঙ্গ যান রাজ্যপাল সি ভি  আনন্দ বোস। রাজ্যপালের দেখা না পেয়েই রাজভবনের সামনে ধরনার ডাক দেন অভিষেক। সাফ জানান, দেখা না করে তাঁরা ফিরবেন না। ৫ অক্টোবর থেকে রাজভবনের বাইরে ধরনা চালাচ্ছে তৃণমূল। এ নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার ধরনা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যসচিবকে কড়া চিঠি লেখার সিদ্ধান্ত নেয় রাজভবন।

Advertisement

[আরও পড়ুন: অবশেষে মিলল সময়, আজ বিকেলে অভিষেকদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল

এবার এই ধরনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। ১৪৪ ধারা জারি সত্ত্বেও কীভাবে ধরনা? এই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সূর্যনীল দাস। মামলা দায়েরের পরই শুনানি হবে। প্রসঙ্গত, দিল্লি ও উত্তরবঙ্গ সফর সেরে রবিবার রাতে কলকাতায় ফিরেছেন তিনি। সোমবার বিকেল ৪ টেয় তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার কথা তাঁর। 

[আরও পড়ুন: মৃত্যুর পর কী চান? ইচ্ছাপত্র প্রকাশ তিন পাক বিমান ধ্বংসকারী যোদ্ধার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement