Advertisement
Advertisement

Breaking News

পিটিএস মোড়ে ভয়াবহ দুর্ঘটনা

প্রাণ হারালেন তিন ব্যক্তি৷

Car accident near Rabindra Sadan, causes damage
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 5, 2016 2:51 pm
  • Updated:December 5, 2016 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল কলকাতা৷ বেসামাল নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় প্রাণ গেল তিন ব্যক্তির৷ মৃতদের নাম নরিমা খাতুন, সুশান্ত মণ্ডল এবং রাজীব রায়৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ১৩ জনকে৷ আহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ গুরুতর জখম অবস্থায় গাড়ির চালক সরোজ বারিককেও এসএসকেএমে ভর্তি করা হয়েছে৷

সোমবার সকালে রবীন্দ্রসদন সংলগ্ন এলাকার পিটিএস মোড়ে এই দুর্ঘটনা ঘটে৷ প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এদিন সকালে আচমকাই একটি সাদা রঙয়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা বাইকে ধাক্কা মারে৷ দুর্ঘটনার সময় গাড়িটিই আইন ভেঙে ভুল রাস্তা দিয়ে আসছিল বলে জানা গিয়েছে৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারলে আরোহী রীতিমতো উড়ে যায়৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা৷ সংশ্লিষ্ট অঞ্চলে শিশুও ছিল বলে জানা গিয়েছে৷ ঘটনায় শিশুটিও গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ শিশু-সহ আরো মোট চারজন পথচারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Advertisement

গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement