অর্ণব আইচ: মদ্যপ ফ্যাশন ডিজাইনারের বেপরোয়া গাড়ির ধাক্কায় বেঘোরে প্রাণ গেল পথচলতি ব্যক্তির৷ রবিবার দুপুরে ইএম বাইপাসের উপর এক পথচারীকে ধাক্কা মারার ঘটনায় অভিযুক্ত ফ্যাশন ডিজাইনার অদিতি আগরওয়ালকে গ্রেপ্তার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সারারাত পার্টির পর এদিন মদ্যপানের আসর থেকে বন্ধুকে পৌঁছে দিয়ে লেক নর্থ সিটিতে ফিরছিলেন নামী ফ্যাশন ডিজাইনার অদিতি আগরওয়াল৷ বাড়ি ফেরার পথে সায়েন্স সিটির কাছে ট্রাফিক আইন ভেঙে এগোতে থাকেন৷ ওই সময়, বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন এক ব্যক্তি৷ অভিযোগ, বেপরোয়া গতিতে ছুটে আসা একটি বিলাসবহুল গাড়ি ওই শ্রমিককে ধাক্কা মারে৷ দুর্ঘটনায় গাড়ির বাঁ দিকের একাংশ দুমড়ে যায়৷ গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন বানতলা লেদার কমপ্লেক্সের ওই শ্রমিক৷ পরে, স্থানীয়দের তৎপরতায় ওই পথচারীকে হাসপাতালে ভর্তি করা হয়৷ বিকেলে মৃত্যু হয় পথচারীর৷ এদিনের এই দুর্ঘটনার পর গা-ঢাকা দেন ওই তরুণী৷ পরে, হোটেল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ৷
[নাক থেকে বেরল দৈত্যাকার মাংসপিণ্ড, নীলরতনে বিরল অস্ত্রোপচার]
বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত ফ্যাশন ডিজাইনারকে আটক করে পুলিশ৷ পরে গ্রেপ্তার করা হয়৷ পুলিশ সূত্রে খবর, ট্রাফিক আইন ভঙ্গ করা ও পথচারীকে গাড়ির চাকায় পিষে মারার অভিযোগ দায়ের করেছে পুলিশ৷ ৩০৪ (২) নম্বর জামিন অযোগ্য ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ৷
[দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা গাড়ির, দ্বিতীয় হুগলি সেতুতে মৃত ১]
বেপরোয়া গতির মোকাবিলায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ৷ হাইওয়েতে গাড়ি-বাইক রেসিংয়ে রাশ টানতে এবার থেকে সর্বক্ষণের নজরদারিরও ব্যবস্থা রয়েছে৷ রাতেও বাড়ানো হচ্ছে পুলিশি টহল৷ ফাঁকা যে রাস্তাগুলিতে বেপরোয়া গতিতে গাড়ি-বাইক চালানোর উপর নজরদারি চলছে৷ কিন্তু, এত কড়াকড়ি ও গুরুত্বপূর্ণ সড়কে স্পিড ব্রেকার বসানো হলেও কিছুতেই বেপরোয়া গতিতে লাগাম টানা যাচ্ছে না৷ বরং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা বাড়ছে৷ রাতভর মদ্যপানের আসর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার নজিরও রয়েছে শহরে৷ প্রতিটি ক্ষেত্রেই কলকাতা পুলিশের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে৷ পথ দুর্ঘটনায় পুলিশকে খুনের মামলা রুজু করারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু, তারপরও চলছে বেলাগাম গতি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.